আজ একটা গজল শুনলাম শুনে খুবই ভাল লাগল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।......
আমি, তোমাকে দেখেনি গো নবী
তোমার প্রেমিক দেখেছি
তোমার প্রেমের নুরানী পরশ
আমি এক মুখে দেখেছি
মদিনার পানে যার আত্নার টান
সবখানে গেয়ে ফেরে তোমার গান
সুন্নাতে পাবন্দ যার দেহ প্রান
মুর্শিদ তাকে জেনেছি। ঐ
বীর খালিদের মত বুকের সাহস,
বাতিলের সাথে যার ছিলনা আপস
জিহাদের শাশ্বত প্রেরনা মোরা
যার কাছে খুজে পেয়েছি।
আমি, তোমাকে দেখেনি গো নবী
তোমার প্রেমিক দেখেছ..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





