আমি অফিসে বসে ঠিক মতো ব্লগ পড়তে বা লিখতে পারি না। কারন শত হলেও অফিস। চুরি করে মনের মতো কিছু লেখাও টাফ আবার ভাল ভাল পোষ্ট গুলো পড়তে ইচ্ছা থাকলেও বসদের ঝাড়ি খাওয়ার ভয়ে আতংকিত সময় কাটাতে হয়। এখন কথা হলো বাসায় ইন্টারনেট ইউজ করতে চাই।
কোনটা বেশি লাভজনক এবং সাশ্রয়ী ? একটেল, সিটিসেল, বাংলালিংক, টেলিটক এবং গ্রামীন।
কোন মডেম ইউজ করলে সব সিম/রিম সাপোর্ট করবে ?
মডেম এবং ইন্টারনেট সিম/রিম সহ কত খরচ ?
এছাড়া ইন্টানেট জগতে কাদের কি প্যাকেজ আছে জানতে চাই।
কেহ জানালে যাচাই করে আজই একটা নিয়ে নিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


