আফসোস লাগে,
যখন পুরনো স্মৃতি মনে পড়ে,
মনে পড়ে সে কথা,
আমার চেয়ে আর কে জানে ভাল
স্বজন হারানোর ব্যাথা
আফসোস লাগে,যখন মনে পড়ে প্রিয় স্মৃতিটারে
কি যে মজা ছিল সেই লক্ষ কোটি টাকা পাচারে
আফসোস লাগে,যখন গঙ্গার পাড়ে ঘুরি একা,
কত পানে চাই তবু গনভবন হয়না চোখে দেখা।

কি দোষ ছিল আমার, কি দোষ করেছি আমি
গদিতে থাকার জন্য নাহয় করেছি দাদার চামচামি
রাগ করে না হয় বলেছি তোদের "রাজাকারের নাতি "
তাই বলে কি দিবি তোরা এমন মহা শাস্তি।?!!
মেরেছি নাহয় কিছু মানুষ , করেছি কিছু গুম
বানিয়েছি নাহয় হরেকরকম আয়নাঘরের সেল
তাই বলেকি গেলি ভুলে বেমালুম
ফ্লাইওভার, পদ্মা সেতু আর প্রিয় মেট্রোরেল
আফসোস লাগে,
যখন ষোল বছরের ছবিগুলো ঘাটি,
এক ঝলকে স্বপ্ন সব হল মাটি
আজ সেই সূদি ইউনুস গদিতে ,
আর আমি ...বন্দিনী... দিল্লীতে
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



