বহুদিন বহুদিন পর
পুনরায় ফিরল -
অগোছালো স্বপ্ন দেখার
এক অপূর্ব অবসর।
অসীম নীল আকাশের বুক চিরে
শরৎের শুভ্র মেঘেদের ভেসে যাওয়া
দেখে আমার স্বপ্নালু চোখ বারবার খুজে ফিরে
আমার অব্যক্ত হৃদয়ের ক্ষুদ্র চাওয়া-পাওয়া।
হয়ত আবারও এক গোধূলীতে ঘাসের' পরে
যখন সোনালি স্নিগ্ধ আলো চারিদিকে ঠিকরে পরে
ঠিক যেন সেই ক্ষণে, যখন বাতাস শিষ কেটে যায়
আর সাদা বকেরা তাদের সারা দিনের ব্যস্ততার অবসান ঘটায়
তখন হয়ত আমি তোমার পানে চেয়ে
আবারো শত নূতন আবেগে মথিত হয়ে
খুজি নব জীবন উল্লাস হন্যে হয়ে...
অথচ হায়-
ব্যস্ত দিনের সময় বয়ে যায়
আকাশ বুকেতে লালিমা জড়ায়
স্তব্ধ পৃথিবীকে জানায় শেষ বিদায়
আর আমি বসে থাকি একা
মেঘেদের আড়ালে-
টুকরো চাঁদটি-ও আজ ঢাকা।।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





