somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালনের গান, ডাউনলোড লিঙ্ক এবং লিরিক

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অপার হয়ে (বাংলা)
[link|http://www.mediafire.com/download/7jnz8z7ctmqrxt7/06.Ami+Apar+Hoye+Boshe+Achi+(Hindi+Version)+[www.musictechno24.com].mp3|আমি অপার হয়ে (হিন্দি ভার্সন)]

আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
(আমি) তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-
নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দিই দোহাই।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি-
লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়।।


[link|http://doridro.net/download/Folk,Lalon and BauL Songs/[ LaLon Geeti ]/Kiron Chandra Ray/Shob Loke Koy/10 Shob Loke Koi Lalon.mp3.html|সব লোকে কয়]

সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন কয় জাতের কি রূপ
দেখলাম না এই নজরে/

সুন্নত দিলে হয় মুসলমান
নারীলোকের কী হয় বিধান
বামুন চিনি পৈতে প্রমাণ
বামনী চিনি কিসেরে/

কেউ মালা কেউ তসবি গলে
তাইতে কি জাত ভিন্ন বলে
যাওয়ার কিংবা আসার কালে
জাতের চিহ্ণ রয় কারে/

জগৎ জুড়ে জাতের কথা
লোকে গল্প করে যথতথা
লালন বলে জাতের ফাতা
ডুবিয়েছি সাধ বাজারে/


খাঁচার ভিতর অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।

আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।



বাড়ির কাছে আরশি নগর

বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে।।
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।
কি বলব পড়শীর কথা,
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়-
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।



দিন আখেরি

দিনের দিন হল আমার দিন আখেরি ।
আমি ছিলাম কোথা এলাম হেথা
আবার যাব কোথা সদাই ভেবে মরি ।।

বাল্যকাল খেলাতে গেল
যৌবনে কলঙ্ক হ'ল
বৃদ্ধকাল সামনে এল
মহাকাল এসে করল অধিকারী ।।

বসত করি দিবারাতে
ষোলজন বোম্বেটের সাথে
আমায় যেতে দেয় না সরল পথে
কাজে কামে করে দাগাদারী ।।

যে আশায় এই ভবে আশা
আশা প'লো ভগ্নদশা
লালন বলে হায় কী দশা
আমার উজান যেতে ভেটে প'লো তরী ।।

সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে ।।
কি হবে আর বাঁধা দিলে
মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা থাকে,
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না ।।
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয় ।।
লালোন বলে তাহার সময়
দনডোমো রয় না, দনডোমো রয় না,দনডোমো রয় না
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধোন হবে না


কে কথা কয় রে দেখা দেয় না

কে কথা কয় রে দেখা দেয় না,
নড়ে চড়ে হাতের কাছে,
খুঁজলে জনম ভর মেলে না।
খুঁজি তারে আসমান জমিন
আমারে চিনি না আমি,
এ বিষম ভ্রমের ভ্রমি
আমি কোন জন, সে কোন জনা।

হাতের কাছে হয় না খবর,
কি দেখতে যাও দিল্লির লাহোর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
সদাই মনের ঘোর গেল না


রাখিলেন সাঁই কূপজল করে



রাখিলেন সাঁই কূপজল করে,
আন্ধেলা পুকুরে..

কবে হবে সজল বরষা?
রেখেছি মন সেই ভরষা..
আমার এই ভগ্ন দশা,
যাবে কত দিন পরে?..

এবার যদি না পাই চরণ,
আবার কি পড়ি ফ্যাড়ে..
রাখিলেন সাঁই কূপজল করে,
আন্ধেলা পুকুরে..

নদীর জল কূপজলই হয়,
বিল-বাওরে পড়ে রয়..
সাধ্য কি সে গঙ্গাতে যায়?
গঙ্গা না এলে পরে..

তেমনি জীবের ভজন বৃথা,
তোমার দয়া নাই যারে..
রাখিলেন সাঁই কূপজল করে,
আন্ধেলা পুকুরে..

তোমার যন্তরে পুড়ি এই অন্তর,
রয় যদি সে লক্ষ বছর..
যন্ত্রী বিহনে যন্ত্র,
কভু না বাজতে পারে?..

আমি যন্ত্র তুমি যন্ত্রী,
সুবল বলাও আমারে..
রাখিলেন সাঁই কূপজল করে,
আন্ধেলা পুকুরে..




ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর ফটকা করে।
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি,
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি-তুফান এলে পরে।
মূলাধার কুঠরি নয় টা
তার উপরে চিলে-কোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।
উপর নীচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন্‌ দরজা খুলে ঘরে।


মন সহজে কি সই হবা
http://doridro.net/download/Folk,Lalon and BauL Songs/[ LaLon Geeti ]/Farida Parveen/Fhorida Parvin - Great Lalon Gity/09. Mon Sohoje Ki Shoi Hoba.mp3.html

মন সহজে কি সই হবা
চিরদির ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা...
মন সহজে কি সই হবা।।
ডাবার পর মুগুর প'লে সেইদিনে গা টের পাবা।।
তুমি সেইদিনে গা টের পাবা।।
বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা
তবু দেখি গেলো না তোর ত্যাড়া চলন বদলোভা।।

সুখের আশ থাকলে মনে
দুঃখের ভার নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা।
সুখ চেয়ে সোয়াস্তি ভালো শেষকালে তে পস্তাবা।।
ইল্লতে স্বভাব হলে পানিতে যায় রে ধুলে
খাসলতি কিসে ধোবা।
লালন বলে হিসাব কালে সকল ফিকির হারাবা।।

মন সহজে কি সই হবা
চিরদির ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা...
ডাবার পর মুগুর প'লে সেইদিনে গা টের পাবা।।
তুমি সেইদিনে গা টের পাবা।।

এই দেশেতে এই সুখ হল

এ দেশেতে এই সুখ হল
আবার কোথা যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা নৌকা
জনম গেল ছেঁচতে পানি।

কার বা আমি, কেবা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাই তার,
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি।।

আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল চান্দের দয়া হবে
কতদিন এই হালে যাবে
বহি এ পাপের তরণী।

কার দোষ দিব এ ভুবনে
হীন হয়েছি ভজন-গুণে
লালন বলে, কতদিনে
পাব সাঁইর চরণ দুখানি।


সহজ মানুষ

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে
ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে
আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশুনা
লালন কয় এই ভুবনে

চিরদিন পুষলাম এক অচিন পাখি
http://doridro.net/download/Folk,Lalon and BauL Songs/[ LaLon Geeti ]/Kiron Chandra Ray/Shob Loke Koy/06 Chirodin Pushlam Ek Achin Pakhi.mp3.html

চিরদিন পুষলাম এক অচিন পাখি
ভেদ-পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝরে আঁখি।
আমার ঐ খেদে ঝরে আঁখি।
চিরদিন পুষলাম এক অচিন পাখি…

পাখি বুলি বলে শুনতে পাই
রূপ কেমন তা দেখিনা ভাই
বিষম ঘোর দেখি।
আমি বিষম ঘোর দেখি।
কোন দিন জানি যাবে উড়ে ধুলো দিয়ে দুই চোখই।
আমার কোন দিন জানি যাবে উড়ে ধুলো দিয়ে দুই চোখই।
চিরদিন পুষলাম এক অচিন পাখি

পোষা পাখি চিনলাম না
এ লজ্জা তো যাবে না উপায় কি করি
আমি উপায় কি করি
চেনাল পেলে চিনে নিতাম যেতো মনের ধুকধুকি।
চিরদিন পুষলাম এক অচিন পাখি
আছে নয় দরজা খাঁচাতে
যায় আসে পাখি কোন পথে।
চোখে দিয়ে রে ভেল্কি।
আমার দিয়ে রে ভেল্কি।
সিরাজ সাঁই কয় ।।
বয় লালন বয়
ফাঁদ পেতে রে সিঁদমুখী।।
চিরদিন পুষলাম এক অচিন পাখি। । ।

লালনের জীবন নিয়ে নির্মিত "মনের মানুষ" এবং "লালন" দেখুন এই লিঙ্কে

·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার'স ইন্টারভিউঃ আজকের অতিথি ব্লগার শায়মা

লিখেছেন অপু তানভীর, ০৪ ঠা মে, ২০২৪ রাত ১১:০৫



সামুতে ব্লগারদের ইন্টারভিউ নেওয়াটা নতুন না । অনেক ব্লগারই সিরিজ আকারে এই ধরণের পোস্ট করেছেন । যদিও সেগুলো বেশ আগের ঘটনা । ইন্টারভিউ মূলক পোস্ট অনেক দিন... ...বাকিটুকু পড়ুন

...এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না

লিখেছেন নতুন নকিব, ০৫ ই মে, ২০২৪ সকাল ৮:৫৬

...এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না

ছবি কৃতজ্ঞতাঃ অন্তর্জাল।

ছোটবেলায় মুরব্বিদের মুখে শোনা গুরুত্বপূর্ণ অনেক ছড়া কবিতার মত নিচের এই লাইন দুইটাকে আজও অনেক প্রাসঙ্গিক বলে মনে হয়।... ...বাকিটুকু পড়ুন

লালনের বাংলাদেশ থেকে শফি হুজুরের বাংলাদেশ : কোথায় যাচ্ছি আমরা?

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ০৫ ই মে, ২০২৪ দুপুর ১:১৪



মেটাল গান আমার নিত্যসঙ্গী। সস্তা, ভ্যাপিড পপ মিউজিক কখনোই আমার কাপ অফ টি না। ক্রিয়েটর, ক্যানিবল কর্পস, ব্লাডবাথ, ডাইং ফিটাস, ভাইটাল রিমেইনস, ইনফ্যান্ট এনাইহিলেটর এর গানে তারা মৃত্যু, রাজনীতি,... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার গ্র্যান্ড কেনিয়ন পৃথিবীর বুকে এক বিস্ময়

লিখেছেন কাছের-মানুষ, ০৫ ই মে, ২০২৪ দুপুর ১:৪১


প্রচলিত কিংবদন্তি অনুসারে হাতে গাছের ডাল আর পরনে সাধা পোশাক পরিহিত এক মহিলার ভাটাকতে হুয়ে আতমা গ্র্যান্ড কেনিয়নের নীচে ঘুরে বেড়ায়। লোকমুখে প্রচলিত এই কেনিয়নের গভীরেই মহিলাটি তার... ...বাকিটুকু পড়ুন

চুরি! চুরি! সুপারি চুরি। স্মৃতি থেকে(১০)

লিখেছেন নূর আলম হিরণ, ০৫ ই মে, ২০২৪ দুপুর ২:৩৪


সে অনেকদিন আগের কথা, আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। স্কুলে যাওয়ার সময় আব্বা ৩ টাকা দিতো। আসলে দিতো ৫ টাকা, আমরা ভাই বোন দুইজনে মিলে স্কুলে যেতাম। আপা আব্বার... ...বাকিটুকু পড়ুন

×