আওয়ামী লীগের বর্তমান অবস্থান দেখে ছোটবেলার সেই শিশুদের অভিযোগের কথা মনে পড়ে, যারা সবকিছুর জন্য মায়ের কাছে অভিযোগ করতে, "মা, আমাকে খেলতে নেয় না," "মা, ওই ছেলেটা আমাকে মেরেছে।" গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা একটি দল, যাদের প্রভাবে অন্য রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা, রাস্তায় দাঁড়াতেই পারতো না। অথচ তাদের ফেসবুক পেজে পোস্ট করে, তারা নাকি ষড়যন্ত্রের শিকার, কেউ নাকি ষড়যন্ত্র করে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তাদের পোস্টগুলো দেখলে কখনো হাসি পায়, কখনো আরও বেশি হাসি পায়।
গত ১৬ বছরে চুরি করে অর্থনীতির বারোটা বাজিয়ে যে দলের প্রধান বেগুনের বদলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনী বানানোর রেসিপি দেয়, তারা কীভাবে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে বর্তমান সরকারকে দোষারোপ করে, আমি জানি না। আওয়ামী লীগের মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র লক্ষণ নেই। তাদের হাতে গত জুলাই-আগস্টের আন্দোলনেই হাজারের ওপর মানুষ নিহত হয়েছে; গত ১৬ বছরের ঘটনা তো বাদই দিলাম। এতকিছুর পরেও তাদের মধ্যে কোনো অপরাধবোধ নেই।
দলের ফেসবুক পেজের চেয়ে আরও সরস হচ্ছে আওয়ামী লীগের কিছু সমর্থক। দলের ভুলত্রুটি নিয়ে চিন্তা করে ভবিষ্যতে সুস্থ রাজনীতিতে কীভাবে ফেরা যায় সেই বিষয়ে কাজ করার বদলে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় —"আলো আসবেই, সুদিন ফিরবেই, আরো শক্তি নিয়ে ফিরে আসবো।" এত রক্তপাত ও হানাহানির পর, এত বাজেভাবে ক্ষমতাচ্যুত হয়ে যারা এখনো অনুশোচনাহীন, তারা ভবিষ্যতে ক্ষমতায় ফিরলে দেশ ও জনগণের জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে, তা ভাবতেই গা শিউরে ওঠে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৫