আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার কিছু সময় পরই বিতর্কে জড়ায়। অন্যদিকে, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু ইতিমধ্যে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে। সামনে নির্বাচনে হয়তো বিএনপিই ক্ষমতায় আসবে। তবে শুধু ক্ষমতায় যাওয়া শেষ কথা নয়, দেশ পরিচালনাও করতে হবে।
বিএনপির নেতাদের মনে রাখা উচিত—ক্ষমতার পালাবদল হতে খুব বেশি সময় লাগে না, ২০২৪ সালের আগস্টই তার বড় প্রমাণ। এত চেষ্টা করেও শেখ হাসিনা গদি টিকিয়ে রাখতে পারেননি। সুতরাং, ক্ষমতায় যাওয়ার আগেই যদি জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের, সমর্থন হারিয়ে ফেলেন, তাহলে ভবিষ্যৎ ভালো হবে না।
এখন অনলাইনের যুগ—সবাই সব কিছু দেখছে, শুনছে, এবং মনে মনে হলেও প্রতিক্রিয়া জানাচ্ছে। কয়েকদিন পরই আপনাদের জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে।
নেতার দিকে খেয়াল করুন—তিনি কত শান্তভাবে, সংযত ভাষায় এবং প্রয়োজন অনুযায়ী কথা বলছেন। অথচ আপনাদের কিছু বক্তব্য বা আচরণ আজ বিএনপির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
যাই হোক, আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। তিনি বেশিদিন ক্ষমতায় ছিলেন না, কিন্তু ছিলেন মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে। তাঁর জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিই তাঁর প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ।
মানুষের ভালোবাসা অর্জন করা এত সহজ নয়।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৫ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




