সেদিন রাতে অমিতের ঘুম আসছিল না কিছুতেই। সে লাবন্যকে ফোন করে।
- কেমন আছো?
> এই তো।
- কিছুদিন হয় আমার বন্ধুরা খুব ক্ষেপেছে। তারা চ্যারিটি করতে চায়।
> ভালো তো!
- আমি মনে করি কিছু একটা করতে গেলে প্রথমে বেকার সমস্যার দিকেই মনযোগ দিতে হয়। কারণ, এ সমস্যার সমাধান হলে অনেক সমস্যার সমাধান আপনিই হয়ে যায়।
> এ ছাড়া অন্য অনেক কিছু করার আছে। যেমনঃ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দরিদ্র বৃদ্ধদের আশ্রয় পরিচালনা, শীতে শীতবস্ত্র বিতরণ, পাঠাগার নির্মাণ ও পরিচালনা, বৃক্ষ রোপন ইত্যাদি।
- আবার বিদ্যমান দান ব্যবস্থাপনাকেও দানের টাকা প্রদান করা যায়। যেমনঃ আহসানিয়া মিশন ক্যন্সার হসপিটাল, আঞ্জুমান ই মফিদুল, ইত্যাদি দাতব্য প্রতিষ্ঠানকে দানের টাকা প্রদান করা যেতে পারে। তাই না?
> হ্যাঁ। তবে, প্রথমক্তোগুলিতে নিজেদের সংস্লিষ্ট থাকতে হয়। পরেরগুলিতে নিজেদের কিছু দেখতে হয় না, কেবল টাকা দিয়ে দিলেই হয়। আমার সমবায় সমিতি করার অভিজ্ঞতায় দেখেছি, প্রায় সবাই সমিতির চাঁদা যদি বা দিতে চায়, মিটিং বা অন্যান্য কর্মকাণ্ডে অনেকেই সময় দিতে চায় না।
- আবার ধরো, আমরা যারা তথাকথিত শিক্ষিত
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




