আমাদের পিসিতে অহরহ ভাইরাস ঢোকার কারনে অথবা বহুদিন চলার কারনে বিভিন্ন জান্ক ফাইল জমে পিসি অনেকটা ধীর গতির হয়ে যায়, তখন আমরা পুনরায় উইন্ডোজ সেটআপ দেই এবং চিরাচরিত নিয়মে আমাদের ১৫-৩০ মিনিট বোকার মত বসে থাকতে হয়..........
কিন্তু প্রযুক্তির এই যুগে আমাদের এত সময় নষ্ট করার কোনো মানেই নেই যদি আমরা মাত্র ২ মিনিটে উইন্ডোজ সেটআপ করতে পারি....জী, সম্ভব..
১. প্রথমে আপনাকে Hiren's BootCD 9.8 এই software টি ডাউনলোড করে নিতে হবে..নিচে ডাউনলোড লিংক দেয়া হল......
Click This Link
soft.softoogle.com/ap/hiren-s-bootcd-download-6916.shtml
Click This Link
Click This Link
এই software টি ১৭২ মেগাবাইট আকৃতির..আপনি চাইলে Internet download manager দ্বারা soft.softoogle.com/ap/hiren-s-bootcd-download-6916.shtml এই সাইটটি থেকে ধীরে ধীরে download resume/restart করেও নামাতে পারবেন।
২. ডাউনলোড করার পর আপনি একটি ব্লান্ক সিডিতে এই software টি
রাইট করতে হবে. এই রাইট করতে হবে আপনাকে ISO ফাইলে এবং bootable হতে হবে. যদি আপনি NERO use করেন, তবে option এ গিয়ে দেখুন, দেয়া আছে......
অথবাcreate an image disc. অতঃপর ইমেজ ডিস্ক হিসেবে ফাইলটি রাইট করতে হবে সিডিতে. এছাড়াও আপনি Magic iso maker or Ultra iso maker software দ্বারা সিডিতে রাইট করতে পারেন।এটা পাবেন
Click This Link এই সাইটে।
৩. এরপর আপনার পিসিতে প্রথমে নুতন করে উইন্ডোজ সেটআপ দিন। প্রয়োজনীয় Driver, software সেটআপ করে নিন। অতঃপর "Hirens boot cd" সিডি টি উইন্ডোজ এর মত Boot করে start করুন।
সেখানে দেখুন একটি লিস্ট এসেছে, তারপর Disc clone tools সিলেক্ট করুন। অতঃপর সেখান থেকে
যে কোনো একটি সিলেক্ট করে আপনার C:/ Drive এর Image তৈরী করে যে কোনো একটি Drive এ save করে রাখুন।
৪. এরপর যখনি আপনার উইন্ডোজ সেটআপ দেয়ার প্রয়োজন পড়বে, পুনরায় hirens-boot-cd টি Boot করুন। অতঃপর Disc clone tools থেকে যেই software দিয়ে Backup image তৈরী করেছেন (যেমন: Acronis True Image অথবা ImageCenter 5.6/ Drive Image) সেটা Open করুন। Backup image টি select করে Restore করুন C:/ Drive এ।1minute সময় লাগবে। অতঃপর হয়ে গেলে পিসি Restart দিন এবং Magic দেখুন, আপনার পিসি fully ready for use। (100% Verified by Author).এটা Windows XP এবং Vishta উভয় ক্ষেত্রেই চলবে।
আপনার কাজে লাগলে thank's জানাতে ভূলবেন না আবার।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




