আগে আমি Sony Ericsson দিয়ে নেট ব্যবহার করতাম, বেশ ভালই কাটতে ছিল, কিন্তু কিছুদিন আগে আমার কেন জানি মনে হলো নেটের স্পীড ঠিক যেন আগের মত পাচ্চিনা। তাই ভাইয়ার, নকিয়া 5610d সেট দিয়া ট্রাই করলাম, অবস্তার উন্নতি হলো। কিন্তু বিপত্তি বাধলো নকিয়া পিসি সুট ইন্সটল করা নিয়ে। কারন, নকিয়া পিসি সুট ইন্সটল করার সময় কাস্টম ইন্সটল অপ্সন দেয় না, তাই যা হবার তাই হলো সম্পুর্ণ পিসি সুট ইন্সটল হতে গিয়ে আমার গরিবের পিসির (৬০ জিবি হার্ড ড্রাইব, ২৫৬ এম বি রেম) শরীর এতো ভারি হলো যে, হাটতেই পারে না।
মহান উপকারি টেকি ভাইদের কাছে আমার এই মুশকিলে আহসান চাই।
উলেখ্য যে, আমি সেট দিয়ে শুধু নেট ব্যবহার করি, সুতরাং আমার নকিয়ার অন্য সার্ভিসগুলার (ব্রাউজার, মিডিয়া, সিংক্রোনাজ ইত্যাদি) দরকার নাই।
এখন আমার আরজ হইল আমি কিভাবে শুধু নেট কানেকসান অপ্সন ইন্সটল করব।
আমার পিসি সুটটি হলো Nokia_PC_Suite_7_1_30_9_eng_web.exe
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





