কবি
=========================
একটা ঝোলা পাঞ্জাবী, পুড়নো পাঁটের ব্যাগ কাঁধে
নিঃসঙ্গ আমায় দেখবে বলেই হয়তো,
তুমি আমার নাম দিয়েছিলে কবি।
জীবনে কখনও কবিতা লেখিনি আমি,
কিভাবে লিখতে হয় সেটাও যানা নেই।
তবু তুমি বলতে আমায়,
আমি নাকি তোমার মনের কবি।
তোমার চাওয়া পূরণ করতে গীয়ে নিঃসঙ্গ আজ আমি ঠিকি।
কিন্তু গায়ে ওঠেনি ঝোলা পাঞ্জাবী,
কাঁধে ওঠেনি পুড়নো পাঁটের ব্যাগ।
সেটা হলে ভালই হত।
কিন্তু কর্পোরেট যুগে কবিদের অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।
কবিতা লিখতেও মানতে হয় কর্পোরেট নিয়ম।
তাই তোমাকে নিয়ে কবিতা লিখতে
ফ্রাইডেতেও অফিস করতে হয়।
সবার মত পারব কিনা যানিনা,
তবে তোমাকে নিয়েই শুরু আমার প্রথম কবিতা।------------
--------------------------------------------
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




