কাকলাস দেখলেই ফুলমাসী বলতো,--'খুকু, হাতের মুঠো বন্ধ করে রাখো। কাকলাস দূর থেকে মানুষের রক্ত টেনে নেয়। মুঠো বন্ধ থাকলে নিতে পারেনা।'
ফুলমাসী ছিল আমাদের পরিচারিকা কাম আমার অভিভাবিকা।অর্থাৎ কিনা আমার সার্বক্ষণিক দেখাশুনার দায়িত্ব, স্কুলের সময়টুকু ছাড়া ওর উপরেই ছিল।তো কাকলাস দেখলেই হাতের মুঠো আপনাআপনি বন্ধ হয়ে যেতো।তারপরেও
দেখতাম শয়তান কাকলাসটা কেমন সাদা থেকে রক্তবর্ণের হয়ে যেতো।খুব দুশ্চিন্তা হতো--হাতের মুঠোতো আর পুরো বন্ধ করা যায়না ,যে খানিকটা জায়গা ফাঁক থেকে যায় নিশ্চিতই সেই অংশ থেকে খানিকটা রক্ত টেনে নিয়ে কাকলাস বেটা এমন লাল হয়ে গেছে।
এই ফুলমাসীদের কল্যানে এমন আরো অনেক জ্ঞানের কথা আমার এবং আমার বন্ধুদের জানা ছিল।ফাঁকফোকরে এসব জ্ঞান বিনিময় চলতো সমানে।বড়ো হবার পর আস্তে আস্তে ছেলেবেলার এসব কুসংস্কারগুলো হারিয়ে গেলেও মন থেকে একেবারে মুছে যায়নি।
চারপাশের নীরক্ত, ফোঁপরা কিছু মানুষকে দেখলে সেই কাকলাসের উপমাটাই মনে আসে।কোন অদৃশ্য শক্তিবলে আমার শান্তি, স্বস্তি,আমার মেধা,আমার সৃজনশীলতা সব কিছু টেনে নিতে যেন তৎপর হয়ে থাকে কিছু অন্তসারশূন্য লোভী চোখ।হাতের মুঠো আপনাআপনি বন্ধ হয়ে যেতে থাকে।কিন্তু পুরোপুরি বন্ধ হয়না । কিছুনা কিছু অংশ খোলা থেকেই যায়।সেই খোলা অংশ থেকে রক্ত টেনে নিতে থাকে নীরক্ত কাকলাসেরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





