(বর্ষবরন পালনের পদ্ধতি নিয়ে আপনি আপত্তি তুলতেই পারেন, বর্ষবরণ বন্ধ করার দাবী তুলতে পারেন না)
#মুক্তমনা ও প্রগতিশীল দাবীদারদের প্রতি কিছু প্রশ্ন......
*মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ, এসব হাবিজাবি কাজ কি একজন সুস্থ বুদ্ধি সম্পর্ণ মানুষের অপছন্দ করা উচিৎ নয়??
এটা ক্যামন মুক্ত বুদ্ধির পরিচয় ??
ক্ষমতায় কুলালে যোক্তিক কারন দর্শান......
*এই কালচার কি কোন দিক দিয়ে বাঙালি কালচার??
হাবিজাবি মূর্তি তৈরি করে ঘাড়ে নিয়ে একদিক থেকে অন্য দিকে গেলে কিসের মঙ্গল হবে বুঝে আসেনা আমার, বোঝান প্লীজ...,
*মঙ্গলের জন্য আল্লাহর কাছে হাত তুলতে আপনাদের অন্ধ বিশ্বাস মনে হয়, আর এই যে আকামা গুল করেন এগুল অন্ধ বিশ্বাস নয়??? আহাম্মকি কর্মকাণ্ড নয়??
মঙ্গল শোভা যাত্রা এবং রথ যাত্রা কি সিমিলার নয়??
#এখন আসি কিছু কাঠমোল্লা আর সিজনাল মুমিন ব্যক্তিদের উদ্বেগ উৎকণ্ঠা প্রসঙ্গে এবং কিছু প্রশ্ন তাদের প্রতি.........ঃ-
*বাংলা নববর্ষ নিয়ে আপানাদের এতো চুল্কানি কেন??
কেন বাংলা নববর্ষ পালন করা যাবেনা??
*আমাদের আরবি নববর্ষ কেন পালন করতে হবে?
*আরবি ভাষায় কথা বললে বুঝেন তো??
*আরবি কি আমাদের মাতৃ ভাষা??
*মহানবী(স) কি এমন কোন আদেশ দিয়ে গেছেন আমাদের??
নাকি বাংলা বর্ষ পালন করতে নিষেধ করেছেন??
(আবারো বলছি... বর্ষবরণের পদ্ধতি নিয়ে আপনি আপত্তি তুলতেই পারেন, বর্ষ বরণ বন্ধ করার দাবী তুলতে পারেন না)
*বাংলা ভাষার সাথে আমাদের ইসলাম ধর্মের কোন বিরোধ নেই, থাকার কথাও না, বিরোধ বরণ পদ্ধতি ও আমাদের মনে, এটাই সমস্যা, বর্ষ বরণ বিরোধী মানুষিকতা নিয়ে আমরা বড় হয়েছি, আর একদল খুব কৌশলে বর্ষ বরণের আয়োজনে আজীব আজীব পদ্ধতি সংযজন করে দিনে দিনে এই বিরোধকে আরও বাড়িয়ে তুলছে, মুসলিম বাঙালি ও সর্বস্তরের বাঙ্গালিদের উচিৎ এই বরণ পদ্ধতি পরিবর্তনের চেষ্টা করা, আর যাদের বাংলা বর্ষ বরণ নিয়ে এতোই সমস্যা, তাদের বাংলা ভাষা ছেরে আরবি ভাষার দেশ গুলতে চলে যাওয়া উচিত, ওখানে আরবি বর্ষবরণ করা হয়, আমি মনে করি বাংলা ভাষা যতদিন থাকবে, বাংলা বর্ষও ততোদিন বরণ করা হবে নিঃসন্দেহে।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



