ব্লগের কথা আগেও শুনেছি, কিন্তু শুনলেইতো সব বোঝা যায়না। এবার বুঝলাম; এখানে লেখা, মন্তব্য করা, আলোচনা-সমালোচনা করা কত না মজার। আমার ছোট মামা আমাকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়েছেন। তাঁর কাছে আমি কৃতজ্ঞ। ব্লগের সব বন্ধুরা অনেক জ্ঞানী এবং প্রায় সবাই অন্যের চিন্তাভাবনার প্রতি সন্মান দেখান, যুক্তি নির্ভর আলোচনা করেন, ভুল ধরিয়ে দেন, অনেক মজা করেন। সামহোয়্যার ইন ব্লগ এর সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা।
প্রতিদিনকার নানা ঘটনা সমুহ নিয়ে লেখার ইচ্ছে আমার বহুদিনের। নানা ব্যস্ততায় তা আর হয়ে ওঠেনা। কিন্তু এখন আমি লিখতে পারব, লিখব আমার চিন্তা ভাবনা, প্রকাশ করব সব বন্ধুদের মাঝে। আমার বিশ্বাস বন্ধুরা আমাকে আপন করে নিবে। সবাইকে আবারো শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




