বর্ষা এলেই মনটা উদাস হয়ে যায়, মন ডানা মেলে উড়ে চলে যায় বর্তমান থেকে অতীতে বা ভবিষ্যতে। কালিদাস তার মেঘদূত কাব্য কেন লিখেছিল সে প্রশ্ন নাইবা রাখলাম, কিন্তু এ কথা নিশ্চিত এমন বাদল দিনে মনটা উৎফুল্ল না হয়ে উদাস হয়ে যায়, কত কিছুইনা মনে পড়ে....................
কার্তিক মাস, এ সময়টা বৃষ্টি হওয়ার কথা নয়। সময়টা হচ্ছে আগাম শীতের প্রস্ততিতে কাটানোর সময়। তবুও কোন এক লঘুচাপ নিম্নচাপে পরিনত হয়ে বর্ষা বিদায় ও শীতের আগমনের জন্য সম্বর্ধনার আয়োজন করছে। দেশবাসী একই সাথে পাচ্ছে বর্ষা ও শীতের আমেজ।
অনেকে কাজে না গিয়ে পরিবারের লোকজনের সাথে গল্প গুজব করছে, অনেকে ভিজতে ভিজতে নিজ নিজ কাজে চলে যাচ্ছে, অনেকে অনেক ধরণের মজা করছে, আবার অনেকে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে নিজের মাথা গোজার ঠাঁই সামলাচ্ছে। অনেকে মজাদার খাবারের আয়োজন করছে, আবার অনেকে কাজে যেতে না পেরে না খেয়ে হামাগুড়ি দিয়ে নিজের পলিথিন মোড়ানো বাড়ীতে ঢুকে বসে আছে............
তবুও বৃষ্টি হচ্ছে, কেবা কার খোঁজ রাখে!!
আজি ঝর ঝর মুখর বাদল দিনে............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




