নির্বাচন কমিশন আবার নির্বাচনের তারিখ বদল করল। আমাদের নেতারা আবার দাবী করল যে ৯১ (ই) ধারা বাতিল বা স্থগিত করতে হবে। অর্থাৎ নির্বাচনী বিধিমালা যদি আমি ভঙ্গ করি তাহলে জরিমানা দিলেই হবে, প্রার্থীতা বাতিল হবেনা। প্রার্থীতা বাতিল না হলেই হল........ জরিমানা না হয় কিছু দিলামই, মানুষ এটা বেশিদিন মনে রাখবেনা।
একটা মজার গল্প শুনলাম কাল, একজন নামকরা পত্রিকা সম্পাদকের মুখে....................
জমিদার বাবু ট্রেনে চড়েননি কখনো, তাই হরিকে সাথে নিয়ে তিনি চললেন এক গন্তব্যে, বাহন যথারীতি ট্রেন। পথে তিনি হরিকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, এটা কি, ওটা কি...........
বাবু: বাহ বাহ হরি ট্রেনেতো খুবই সুন্দর, আচ্ছা ওটা কি?
হরি: বাবু ওটা ট্রেনের চেইন।
বাবু: ওটা দিয়ে কি হয়?
হরি: ওটা টানতে হয়, টানলে ট্রেন থেমে যায়।
বাবু: বলিস কি!! টানতো দেখি...
হরি চেইন টানলো, কিছুক্ষণের মধ্যে গার্ডের আগমন।
গার্ড জিজ্ঞেস করল, চেইন কে টেনেছে,
হরি বলল: আমি।
গার্ড বলল, পঞ্চাশ টাকা জরিমানা দাও।
বাবু তো রেগে মেগে অস্থির, বললেন: হরি, ওকে পাঁচ শত টাকা দিয়ে দে, আর বল, আমরা চেইন টানতে টানতেই যাব!!!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




