৫ বছরের জমাট বাঁধা বরফ কি গলতে শুরু করল?
জমাট বাঁধা বরফের স্তুপ,
৩৩০০০ সেলসিয়াস তাপমাত্রার ৬ মিনিটের তাপ....
৬ মিনিট কিন্তু কম সময় নয়,
৬ মিনিটে ধ্বংশ হয়ে যেতে পারে এ রকম ৬ টি পৃথিবী......
আবার এই ৬০০ কোটি মানুষের মন
এই ৬ মিনিটেই বদলে যেতে পারে পুরোপুরী।
বদলে যেতে পারে তোমার মনটাও..........
৬ মিনিটে একটি একটি করে ৬টি ম্যাচের প্রতিটি কাঠি
জ্বালিয়ে ছাই করে দেয়া যেতে পারে......
ধরানো যেতে পারে ৬ টি আস্ত সিগারেট.......
এই ৬ মিনিটেই তন্ন তন্ন করে
শপার্স ওয়ার্ল্ডের প্রতিটি অলি গলি খুঁজে
বের করা যেতে পারে সেই সুদর্শণ যুবককে..
যাকে খুঁজিছিলে তুমি একদিন ব্যাকুল হয়ে......
এই ৬ মিনিটেই ৬ টি আগ্নেয়গিরি প্রচন্ড শব্দে লাভা উদগিরণে
জ্বালিয়ে দিতে পারে চারপাশ.........
আবার ৬ মিনিটের বৈশাখী ঝড় আর
৬ মিনিটের অঝোর ধারার বৃষ্টি
ভিজিয়ে দিতে পারে পথ-ঘাট, মাঠ-প্রান্তর...
শান্ত হয়ে যেতে পারে আমি সহ সারাটা পৃথিবী..........
এই ৬ মিনিটেই আমরা যাত্রা শুরু করলাম
এক অজানা গন্তব্যে.......
সঙ্গী হলে তুমি এক উদাসীন পথিকের...........
তোমাকে স্বাগতম।।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




