নারীর দৃষ্টি আকর্ষণ করতে চান? তবে বেছে নিন লাল পোশাক। হ্যাঁ, এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি ও চীনের নারীরা জানিয়েছেন, অন্যান্য রঙের চেয়ে লাল পোশাক পরিহিত পুরুষরাই তাদের চোখে বেশি যৌনাবেদনময়। যুক্তরাষ্ট্রের ‘জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি’তে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষণাটির সঙ্গে সম্পৃক্ত রোচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক এন্ড্রু এলিয়ট জানিয়েছেন, আগে মনে করা হতো লাল রঙ শুধু নারীদেরই যৌনাবেদনময়ী করে তোলে। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে, লাল রঙ ও যৌনাবেদনের মধ্যে যে সম্পর্ক তা পুরুষের ক্ষেত্রেও সত্য। আর সংস্কৃতিগত পার্থক্য থাকলেও সব দেশেই পুরুষের চোখে নারীরা লাল রঙে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। গবেষণায় বলা হয়েছে, লাল পোশাক পুরুষের আচরণগত পরিবর্তন ঘটাতে পারে; এমনকি শুধু একটি লাল টাই ব্যবসায়িক উপস্থাপনার ক্ষেত্রে বাড়িয়ে তুলতে পারে তাদের আত্মবিশ্বাস ।
গবেষনা টা কি সত্যি নাকি? সামু'র আপু এবং ভাইয়ারা কি বলেন????
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




