যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে হামলায় জড়িত থাকার কারণে হামবুর্গ শহরের একটি মসজিদ সোমবার বন্ধ করে দিয়েছে জার্মানির পুলিশ।
পাকিস্তান এবং আফগানিস্তানের শসস্ত্র ইসলামিক গ্র"পগুলোর সঙ্গে ওই মসজিদটির সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ।
হামবুর্গের স্বরাষ্ট্রবিভাগ শহরের তাইবা মসজিদ বন্ধ করে দেয়। এ মসজিদটি আগে আল-কুদস নামে পরিচিত ছিল।
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১১ সেপ্টেম্বরে আল কায়েদার পক্ষ থেকে চালানো হামলায় বিমান ছিনতাইকারী দলের নেতা মোহাম্মদ আত্তার আনাগোনা ছিল এ মসজিদে।
হামবুর্গের সেন্ট জর্জ জেলায় অবস্থিত এ মসজিদটি নাম পরিবর্তন করার পরও ৯/১১ হামলার পর থেকে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে ছিল।
হামবুর্গ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জার্মানির গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ম্যানফ্রেড মুরক বলেছেন, "মসজিদটি কয়েক বছর ধরে সন্ত্রাসে মদদ দিয়ে আসছে বলেই আমরা মনে করি।"
হামবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার আলহাউস জানান, সোমবার সকালের দিকে প্রায় ২০ জন পুলিশ মসজিদটি ঘিরে রাখে এবং তল্লাশি চালায়।
তবে কেউ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যায়নি।
আলহাউস বলেন, ১১ সেপ্টেম্বরের হামলায় জড়িত তিন বিমান ছিনতাইকারী এ মসজিদে প্রায়ই বৈঠক করত। তিনি বলেন, হামবুর্গের সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে এমন কোনো দলকে তৎপরতা চালাতে দেওয়া যায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




