মিসরের জাতীয় গবেষনা কেন্দ্রের প্রাণরসায়নের শিক্ষক ডঃ আব্দুল বাসেত মোহাম্মদ সাইয়্যেদ ২১ নভেম্বর ২০০২ রিয়াদে "আদ দাওয়াহ্" পত্রিকায় তার একটি গবেষণাকর্ম উপস্থাপন করেন। তাতে তিনি দেখিয়েছেন রোজা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সার প্রতিরোধ করে। তিনি বলেন, এ বিষয়ে গবেষণা চালিয়ে দেখা গেছে, রোজা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিরোধ ক্ষমতা বাড়লে শরীরে বহু রোগ হতে পারে না। প্রতিরোধ ক্ষমতা, আলফা-১, আলফা-২, বিটা-২ ও গামা নামক প্রোটিন Interferon থেকে সৃষ্টি হয়। দেখা গেছে, রোজার ফলে এ প্রোটিনগুলো বৃদ্ধি পায়। ২৭ রমজান এগুলো চূড়ান্ত সীমায় পৌঁছে, তা থেকে নিচে নামে না; বরং স্থায়ী হয়ে থাকে।
প্রতিরোধ ক্ষমতার দ্বিতীয় সেলটিও চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, যা ভাইরাস ও ব্যাকটেরিয়া-জনিত রোগ এবং ক্যান্সার সেলকে প্রতিহত করে। এ ছাড়াও এর ফলে আরেকটি প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেটি হলো রক্তের শ্বেতকনিকা। তিনি বলেন, রোজার ফলে এই প্রতিরোধ ক্ষমতা ৩-৫ গুণ বাড়ে। ধর্মীয় আবেগ বাদ দিয়ে যদি শুধু বৈজ্ঞানিক দৃষ্টিতে তাকাই, তাহলে রোজা ছাড়া অন্য কোন উপায় সার্বিক ও আংশিক প্রতিরোঘ কিংবা প্রোটিনের ক্ষমতাবর্ধক ওষুধ দিয়ে এক ধরণের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কিন্তু তা মানুষের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতার মত নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




