দেওয়ান ঈসা খাঁ মসনদালি
এক নাও দিল্লির সরে করিল নিরমান
দেশে বিদেশে যার হইল বাখন।
সাড়ে সাত হাজার হাত দীর্ঘ তার ছিল
ফাড়ে হাজার হাত উচা পঞ্চাশ দিল।
দুই হাজার দাঁড়ী আছিল সেই নায়ের।
মাঝি আছিল পদ্মার পাড়ের।
পবনের মত কোশা চলে দাঁড়ের টানে।
কখন চলিত কোশা শুকনা জমীনে।
এটি একটি পালা গান। গানটি বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী কোশা নৌকা নিয়ে। কথিত আছে যে দেওয়ান ঈসা খাঁ মুঘল সম্রাট আকবরের কাছ থেকে সনদ লাভ করে বাংলার উদ্দেশ্যে বিশাল এক নৌকায় বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দেন। তার ঐ নৌকা নিয়ে উক্ত পালা গানটি লিখা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




