সংবিধান সংশোধনের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পূর্বেই আইন, বিচার ও সংসদ বিষয়কে সংসোদের চেয়ারম্যান শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত অবশ্য বলেছিলেন এ কমিটিতে বিরোধী দলের কোন সদস্য রাখা হবেনা। কিন্তু তাদের বিজ্ঞ নেত্রী বলনেলন সব দলের সংসদ সদস্যদেরকে সংসদীয় কমিটিতে রাখা হবে। মান্যবর মন্ত্রী ও বাকশালের (আওয়ামীলীগ না বলে বাকশাল বললাম এজন্যেযে যেহেতু পঞ্চম সংশোধনী বাতিল করার জন্য এই কমিটি তাই আওয়ামীলীগও নিশিদ্ধ হতে যাচ্ছে।) সেক্রেটারী জেনারেল জনাব আশরাফুল ইসলাম বলেছিলেন সংসদে প্রতিনিধিত্বকারী সকল দল এই কমিটির অন্তর্ভূক্ত হবে। এবার সংসদে প্রতিনিধিত্ত্বকারী দলগুলো হলো-
১) আওয়ামীলীগ
২। বিএনপি
৩। জাতীয় পর্টি
৪। জামায়াতে ইসলামী
৫। বাংলাদেশ জাতীয় পর্টি
৬। ওয়ার্কাস পার্টি
৭। জাসদ (ইনু)
আশরাফুল ইসলামের বক্তব্য অনুযায়ী উক্ত ৭ টি দল থেকে কমপক্ষে ১ জন করে প্রতিনিধী থাকবে। সে অনুযায়ী ১৫ সদস্যের কমিটিতে দেখা যাক কোন দলের কতজন সদস্য রয়েছেন।
১। আওয়ামীলীগ: সৈয়দা সাজেদা চৌধুরী, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আমির হোসেন আমু, শেখ ফজলল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, রহমত আলী, আবদুল মতিন খসরু, শিরীন শারমিন চৌধুরী, ফজলে রাব্বী মিয়া, ডঃ হাসান মাহমুদ।
২। বিএনপি: নীল
৩। জাতীয় পার্টি: ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ
৪। জামায়াতে ইসলামী: নীল
৫। বাংলাদেশ জাতীয় পার্টি: নীল
৬। ওয়ার্কাস পার্টি: রাশেদ খান মেনন
৭। জাসদ (ইনু): হাসানুল হক ইনু
উপরের তালিকা থেকে প্রতিয়মান যে ৭ টি দলের মধ্যে মাত্র ৪ টি দলের প্রতিনিধী রাখা হয়েছে। বাকি ৩টি দলের মধ্যে বিএনপিকে ১ টি পদ দেয়ার জন্য চিঠি দিয়েছে যা তাদের জন্য ভয়ানক লজ্জা জনক। অবশ্য অন্য ২টি দলকে কোন আমন্ত্রনই জানানো হয়নি। ঠিক কি কারণে তাদের আমন্ত্রন জানানো হয়নি তা এখনো ষ্পষ্ট নয়। তবে এটা ষ্পষ্ট যে, সংবিধানের উপর দিয়ে আরো এক দফা লাঙল ফলানো হবে যা এদেশের চরম বিশৃঙ্খল পরিস্থিতির অবতারনাও পারে বলে সর্ব মহলে ধারণা। আর এতে অবশ্য আমাদের দাদা ভাইয়ের যে খুশিতে বোগল বাজাবে এতে কোন সন্ধেহ নাই। কিন্তু আমরা হতভাগা জাতী যে পৃথিবীর অগ্রযাত্রা থেকে আরো একবার পিছিয়ে পরবে এটা দিবালোকের মতো নিশ্চিত।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১০ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




