আরো দশটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম আব্দুল হাকিমের বেঞ্চ তাদের জামিন আবেদনে এ আদেশ দেয়।
পুলিশের কাজে বাধা দেওয়া, হুমায়ুন আজাদ হত্যা মামলা, উত্তরা ষড়যন্ত্র মামলা, হরতালে ভাংচুরের আলাদা দশটি মামলায় রাজধানীর বিভিন্ন থানায় পাঁচ নেতার বিরুদ্ধে পুলিশ এসব মামলা করে।
জামায়াত নেতাদের পক্ষে শুনানি করেন আব্দুর রাজ্জাক।
রোববার এই পাঁচ নেতাকে আলাদা চারটি মামলায় হাইকোর্টের একই বেঞ্চ জামিন দেয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও নায়েবে আমির সাঈদীকে গ্রেপ্তার করা হয়।
একাত্তরে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ১৩ জুলাই জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




