যেখানে অন্য দেশীরা উন্নতির পথে এগুচ্ছে কাধেঁ কাধঁ মিলিয়ে সেখানে আমরা বাঙলীর কারনেই বাঙলীরা পিছে পড়ে রয়েছি । নিজের স্বদেশীর কাছেই যখন অতটুকু সম্মান পাইনা তখন এই ভেবে দুঃখ হয় যে, "আমি বাঙলী" ।
ঘটনাটা তাহলে খুলেই বলি.....
গিয়েছিলাম uae-এর ব্যাংকে,দেশে টাকা পাঠাবো বলে । নাড়ীর টানে গেলাম বাঙালী ব্যাংকারের কাছে । ভাইরে কি আর বলবো, তার কথাবার্তার এমন অবস্থা দেখলাম যেন আমি তার মাথার বোঝা হয়ে গেলাম । তার কথা শুনে মনে হলো আমি বাংলাদেশে কোন ভুমি অফিসে গিয়েছি আর সে দালালের ভুমিকা পালন করছে ।
কি আর করবো ভাই, পরে ওখান থেকে অন্য ব্যাংক-কে গিয়ে টাকা পাঠিয়ে আসলাম ।
এবার বলুন , এই যদি হয় এক বাঙলীর প্রতি অন্য বাঙলীর আচারণ তাহলে কিভাবে হবে বাংলার উন্নয়ন ?
নিজেকে আজ নিজের কাছে খুবই ছোট মনে হচ্ছে । আর এই ভেবে খারাপ লাগছে যে , "আমি বাঙলী" ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




