সদ্য প্রসূত এক টুকরো রোদ-
আমার ঘুমন্ত চোঁখ স্পর্শ করে বলল, ওঠ-
লেখার জন্য নতুন এক পৃষ্ঠা এনেছি
পৃথিবীর রোজনামচায়।
সময়ের কালো কালিতে,
রং ছড়িয়ে দে-
সাদা বর্ণহীন পাতায়।
লেখ, নতুন করে পুরাতন- যা করিস নিত্য
প্রতারণার কিংবা প্রতারিত, মিথ্যা বা সত্য।
আঁকতে পারিস কাকের ঠ্যাং - হাবিজাবি
ভুল করেও লেখবিনা প্রেমের কথা
তাহলে কিন্তু মার খাবি।
পথের ধারে যা পাবি লিখতে পারিস,
সোনা কিংবা আবর্জনা।
ক্ষুধার জ্বালায় কাতর কেউ-
ওসব লেখা একদম মানা।
লিখতে পারিস এটা সেটা, মানতে হবে শর্ত
না মানলে দূর হয়ে যা, পৃথিবী থেকে মর্ত্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



