০১।
প্রচন্ড গরম পরেছে,
বাইরে কাজ শেষে অফিসে ঢুকে টিসু পেপার দিয়ে ঘাম মুছে পোষানো যায়না, তাই পিওনকে বললাম পেপার ন্যাপকিন এনে রাখতে
পিওন বলে ন্যাপকিন কি জিনিষ
বললাম একটু মোটা ধরনের টিসু, ঘাম মোছা ভাল হবে
এক দিন পরেরের ঘটনা
অফিসে বসে আছি, পিওন রুমে ঢুকে ঘাম মুছতে মুছতে বলল স্যার এই মোটা টিসু দিয়ে ঘাম মুছতে খুব আরাম
ওর টিসু পেপার দিয়ে ঘাম মোছা দেখে একটু খটকা লাগল,
বললাম কাছে আসোতো,
দেখি স্যানিটারি ন্যাপকিন দিয়ে মুখ মুছতেছে
০২।
অফিসের সবাই মিলে পিকনিকে গেছি
অনেক আনন্দ ফুর্তী করার পর আসল ছবি তোলার পালা
গ্রুপ ছবি তোলার জন্য সবাই আমরা লাইন ধরে দাড়ালাম
এমডি সাহেব ছবি তোলার জন্য সবাইকে রেডি হতে বলে বললেন Smile
আমাদের মধ্যে এক পিওনের নাম ছিল ইসমাইল
সে হাত তুলে বলল জি স্যার
এমডি সাহেব তাকে হাত নামাতে বলে আবার বললেন রেডি Smile
ইসমাইল আবারও হাত তুলে এগিয়ে এসে বলে জি স্যার
তারপর তাকে বলা হল এমডি সাহেব যাইই বলুক না কেন হাতও তুলবানা সামনেও যাবানা
০৩।
আমাদের হেড অফিস নিকেতনে আর ব্রান্চ অফিস উত্তরাতে
একদিন হেড অফিসে ফোন দিলাম এবং বুঝতে পারলাম সালাম নামে এক পিওন ধরেছে
আমি : হ্যালো কে বলছেন?
সালাম : সালাম স্যার
আমি : ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
সালাম : সালাম স্যার
আমি : সালামের উত্তরতো দিলাম, কিন্তু আপনি কে বলছেন?
সালাম : সালাম স্যার
সিগারেট নিয়ে যত কৌতুক (সংগ্রহ)
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






