দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে যাত্রী নিশিতে যাত্রীরা হুশিয়ার !
ধুলিতেছে তরী ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ
ছাড়িতেছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত ?
কে আছে জওয়ান হও আগুওয়ান হাকিছে ভবিষৎত,
এ তুফান ভারী দিতে পারি নিতে হবে তরী পার
সহায় জাতি মরিছে ডুবিয়া জানেনা সন্তরণ
কান্ডারী আজ দেখিব তোমারে মাতৃ মুক্তি-পণ
হিন্দু না ওরা মুসলীম ওয় জিজ্ঞাসি কোন জন
কান্ডারী বল ডুবিছে মানুষ সন্তান মর্মার
ফাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান
আছি অলক্ষ্যে দারায়েছে তারা দেবে কত বলিদান
আজি পরীক্ষা জাতির অতবা যাদের করিবে ত্রান
দুলিতেছে তরী ফুলিতেছে জল কান্ডারী হুশিয়ার
ভিডিও
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১১ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





