একদিন যদি বন্ধু সত্যি হারিয়ে যাই
তোমাদের সবাইকে ছেড়ে
বহুদুরের কোন দেশে ।
হয়ত আর কখনও দেখা হবে না ।
ব্যস্ত রাস্তার ধারে হেঁটে যেতে
খোলা মাঠে, গোল করে বসে
বিকেলে চায়ের আড্ডায়
কফি হাউসে ।
পথের ধারে হঠাৎ কোন গানের আসরে
অহেতুক চিৎকার চেঁচামেচিতে।
দুঃখ যদি কখন পেয়েও থাক
তোমাদেরি কেউ, ক্ষমা করে দিও
নিজ গুনে-
সত্যি যেন, তার সবটায় ছিল নিজেরি অজান্তে ।
জীবনের শত ব্যস্ততায়
হঠাৎ কখনও কোন একদিন
সত্যি যদি মনে পরে যায় আমায়
অনুরোধ রইল-
আমাকে খুঁজ না বন্ধু
তোমাদের সাথে ফেলে আসা কোন স্মৃতিতে ।
হয়ত ডানা মেলে আকাশে উড়ে যেতে দেখবে
একটা শঙ্খ চিল
এক ঝাক শালিকের দুরন্তপনা
পুকুরের জলে দল বেধে চলা-
মাছের খেলা
রাতের রুপালি চাদ
শীতের সকাল, কুয়াশায় ঢাকা।
হঠাৎ ফসলের মাঠে বয়ে যাওয়া -
একরাশ দমকা হাওয়া।
তারি দিকে চেয়ে বন্ধু দেখো
একটু ভালো করে-
হাসি মুখে আমি, রয়েছি তোমাদেরি পানে চেয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





