-তুমি বদলে গেছ অদিতি !
তোমার চোখের ফ্রেমে বাধা
আমার ছবি, ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে।
তোমার মুখের আভায় একটা অদৃশ্য ভয়-
কুড়ে খাচ্ছে তোমায় প্রতিনিয়ত ।
তোমার ঠোটের হাসিতে এক অসহ্য নির্লিপ্ততা
তোমার পরিপাটি পরিচ্ছদে এক সীমাহিন বিষন্নতা
তোমার ম্রিয়মান কণ্ঠস্বরে এক অস্ফুট আতঙ্ক
পথ চলায় এক অলখ পিছুটান ।
তোমায় দেখলে মনে হয়, এক ক্ষীয়মান নিস্প্রভ আলোক বর্তিকা ।
যেন এক সাজানো বাগান খুব ধীরে,
জ্বলে পুড়ে হচ্ছে মরু শশ্মান।
-ঃতুমিও কি কম বদলিয়েছ কবি?
যে ছোট্ট নদীতে দিবানিশি সাতঁরাতে তুমি
তার বদলে তোমার এখন চাই, বিশাল সমুদ্র জল রাশি ।
কুঠুরীর ছাদ এখন আর তোমায় শীতল করে না
মস্ত খোলা আকাশের নেশায় তুমি বিভর অবিরত।
কূপীর নিভু দীপ্তির বদলে তোমার চাই চাঁদের রুপালি আলো ।
বিদূর নক্ষত্রের মোহে তুমি ক্রমাগত দূরে ঠেলছ,
কাছের জোনাকীর মিট মিট আলো ।
-অদিতি!
নদী আছে বলেই তো সমুদ্র বেঁচে থাকে ।
তুমি আছ বলেই তো কবি -
আকাশ, চাঁদ, নক্ষত্র ছোয়ার স্বপ্ন দেখে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





