শুনলাম কবি!
আছ নাকি বেশ ।
আগের মত, এলোমেলো অগোছালো
আর তুমি নেই !
রাত জেগে কবিতা, আর নাকি লেখ না ।
দ্বিপ্রহরে বেলা করে,ঘুম থেকে ওঠ না ।
শুনলাম কবি!
বদলেছ নাকি অনেকটা।
পায়ে হেটে আগের মত, এলমেলো ঘোর না ।
চার চাকার যান চলো, বেশ পরিপাটি পোশাকটা।
ছালার ঝোলানো ব্যাগটা কাধে নেই আর-
অবসরে খোল না বই ,কি রুদ্র কি মহাদেব সাহার।
শুনলাম কবি!
সত্যি নাকি, ভুলে গেছ সব!
ঃ অদিতি!
অনেক জমানো মেঘ ঝড়িয়ে দেখ
ঐ আকাশ আজ গাঢ় নীল
দীঘল পথ পেরিয়েও দেখ
ঐ নদী, অথৈ সমুদ্রে বিলীন।
সারা দিন জ্বলে দেখ
সন্ধ্যায় সূর্যটা মেটায় ক্লান্তি-
অসীম পানে ছুটে চলে পাখির দল
হারিয়ে নিজের নীড়টি।
এই সব শুনে যদি
বুকে ওঠে ঝড়,
চোখে দেখ অশ্রুর রেশ-
জেন তবে ভাল আছি, ভাল আছি বেশ।
২৬ জুন, ২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





