এই বাংলা ব্লগটিতে ইসলামবিরোধী অনেক লেখালেখি আছে। বিভিন্ন সময় বিভিন্ন কলাম পড়েছি কিন্তু কিন্তু বুকমার্ক করিনি, পরে আবার ঐগুলো খুজতে অনেক সময় লাগে।আমি এখনও অন্য কারও পোষ্টে মন্তব্য করার অনুমতি পাইনি।তাই আমার মন্তব্য পোষ্ট আকারেই দিয়ে দিলাম।
জনৈক ব্লগার বলেছেন কোরআনে হিন্দু ও বৌদ্ধের কোন কথা উল্লেখ নাই যদিও তাদের অস্তিত্ত্ব কোরআন নাজিলের সময় বিদ্যমান ছিল।তাই তার মনে আল কোরানের সার্বজনীনতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কিন্তু তার এ সংশয় সম্পূর্ণই ভুল কারণ আল কোরানের অনেক স্থানেই "ইয়া আইয়ু-হান্নাস" অর্থাৎ "হে মানবজাতি" বলে সমগ্র বিশ্বের মানুষকেই আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেয়া হয়েছে । যেমন: ২:২১, ২:১৬৮, ৪:১, ৪:১৭০ এবং আরও অনেক আয়াতে ।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




