আমি এখনও অন্য কারও পোষ্টে মন্তব্য করার অনুমতি পাইনি।তাই আমার মন্তব্য পোষ্ট আকারেই দিয়ে দিলাম।
আকাশ_পাগলা তার একটি পোষ্টে View this link
"বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর)" নিয়ে আলোচনা করেছেন।
এই পোষ্টে মাত্রা নিয়ে যেসব কথা বলা হয়েছে তা বেশ ভালই লেগেছে।
কিন্তু গতির সাহায্যে সময়ের বিপরীতে যাওয়ার যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা সঠিক বলে মনে হচ্ছে না।
আকাশ_পাগলা বলেছেন,খুবই দ্রুত বেগে গেলে এবং বেগ বাড়াতে থাকলে পৃথিবীর একটি পয়েন্ট থেকে পৃথিবী ঘুরে আবার ঐখানে আসতে এক পর্যায়ে শূণ্য সময় এবং এর পর আরও বেগ বাড়াতে থাকলে ঋণাত্মক সময়ে ঐ স্থানে ঘুরে আসা যাবে অর্থাৎ সময় তখন পেছন দিকে যাত্রা শুরু করবে।
কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই যদি দাঁড়িয়ে থাকি তাহলে কি সময় স্থির থাকে ? - না থাকে না। তাহলে খুবই দ্রুত বেগে শূণ্য সময়ে পৃথিবী ভ্রমণ সম্ভব নয়। সুতরাং , এভাবে গতির সাহায্যে সময়ের বিপরীতে যাওয়াও সম্ভব নয়।
আবার কেউ পৃথিবীর যে বিন্দুতে দাঁড়িয়ে আছে সেই বিন্দুর স্পর্শক বরাবর যদি যাত্রা শুরু করে , তবে কত বেগে ও কত সময়ে পূর্বের জায়গায় ফেরত আসবে তার কোন হিসাব এখনও জানা নেই। কারণ আমরা মহাবিশ্বের পরিধিটাই জানি না। সুতরাং , এভাবে গতির সাহায্যে সময়ের বিপরীতে যাওয়াও সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




