প্রচলিত ধর্মবিশ্বাসীগণের অনেকেই "বিবর্তনবাদ" শুনলেই ভাবেন "বানর থেকে মানব সৃষ্টির" কথা বলা হচ্ছে। বিবর্তনবাদ বলতে কিন্তু শুধু "বানর থেকে মানব সৃষ্টি" বুঝায় না।
প্রাণীজগতে স্ব-স্ব প্রজাতিতে বিবর্তন হয়। সমস্যা হল উন্নততর শ্রেণীতে এক প্রজাতি থেকে অন্য প্রজাতি সৃষ্টি হওয়া নিয়ে।
এখন, "বানর থেকে মানব সৃষ্টি" ত্ত্ত্ব যদি সত্য হয়, তাহলে এর কনসিকোয়েন্স হিসেবে-
১ম প্রশ্নঃ "ইউজেনিক্স" মতবাদ কেন সত্য হইবে না? এবং
২য় প্রশ্নঃ "ইউজেনিক্স" মতবাদ সত্য হইলে গণতন্ত্র নিষ্প্রয়োজন এবং "People should be ruled by the Elite" কেন সত্য হইবে না?
"ইউজেনিক্স" সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন......ইউজেনিক্স
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১১ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




