শরীয়তের বিধানানুসারে যে সকল বিষয় কোরআন ও সুন্নাহর অকাট্য প্রমান দ্বারা নির্ধারিত হয়েছে এবং অবশ্যই পালনীয়, তাকে ফরয বলে । ফরয পালন না করলে কবীরা গোনা্হ এবং অস্বীকার করলে কূফরী হয় । ফরয ২ প্রকারঃ- ফরযে আইন ও ফরযে কেফায়া ।
ফরযে আইন পালন প্রত্যেক মুসলমানের উপর বাধ্যতামূলক । যেমনঃ- নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি ।
ফরযে কেফায়া ও প্রত্যেক মুসলমানের উপর বাধ্যতামূলক কর্তব্য । কোন একজন বা কয়েকজন এই কর্তব্য পালন করলে বাকী সকলেই ফরয পরিত্যাগের গোনাহ হতে রেহায় পায় । কিন্তু কেউই পালন না করলে সকল মুসলমানই কবীরা গোনাহে গোনাহগার হবে । যথাঃ- জেহাদ, ইসলাম প্রচার, মৃত ব্যক্তির জানাযার নামায, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ ইত্যাদি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




