ফিরিয়ে দিয়েছ ফিরে গেছি,
বিজয়ী হয়েছ তুমি আমি হেরেছি!
অধিকার নেই কি জানার...
অপরাধ কি ছিল আমার....
ফিরিয়ে দেবে যদি কেন দিলে মন
ভালোবাসার নামে করলে প্রহসন
নিজেকে প্রশ্ন করে দেখ একবার,
অধিকার নেই কি জানার...
অপরাধ কি ছিল আমার...
ছেড়েই যাবে যদি কেন এলে কাছে
এভাবে ছলনার কি দাম আছে . . . !!!
নেই তো আমার আর কিছু হারাবার
অধিকার নেই কি জানার...
অপরাধ কি ছিল আমার....!
ফিরিয়ে দিয়েছ ফিরে গেছি,
বিজয়ী হয়েছ তুমি আমি হেরেছি!
ইতি
তোমার ভালবাসার ভিখারী
ফেরারী মামুন খাঁন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




