তোমার চোখের জলে যে ভালোবাসা ছিল লুকানো ।
আমি বুঝতে পারিনি তা কখনও
বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তা কখনও!
এতটা যে ভালোবাসো কোন দিনও বললে না ,
কেন চুপি -চুপি সাহসের দরজাটা খুললে না
আমি বিস্ময়ে হতবাক এখনও
তোমার চোখের জলে যে ভালোবাসা ছিল লুকানো ।
এতটা যে দিন গেলো কেন একদিনও হাসলে না
কেন একবারও নির্ভয়ে কাছা-কাছি আসলে না !
আমি বিস্ময়ে হতবাক এখনও
তোমার চোখের জলে যে ভালোবাসা ছিল লুকানো ।
আমি বুঝতে পারিনি তা কখনও
বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তা কখনও
ইতি
তোমার ভালবাসার ভিখারী
ফেরারী মামুন খাঁন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




