চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেসবুকে মেয়ে পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে প্রতারণা ও তাকে উত্যক্ত করার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে নগরীর প্রবর্তক মোড়ের আফরীন প্লাজা থেকে জিয়াউর রহমান চৌধুরী (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে পেশায় একজন পুরনো ও পরিত্যক্ত কাপড়ের ব্যবসায়ী।
পুলিশ জানায়, ফেসবুকে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন জনকে উত্যক্ত করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত জিয়া দুইমাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক মনজুরুল কিবরিয়ার সাথে ফারিয়া চৌধুরী পরিচয় দিয়ে ফেসবুকে বন্ধুত্ব করে। পরে কৌশলে শিক্ষকের মোবাইল ফোন নম্বর জোগাড় করে টেলিফোনে কথা বলে উত্যক্ত করার চেষ্টা করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত যুবক কোনসময় কণ্ঠ নকল করে ফারিয়া চৌধুরী আবার কোনসময় ব্যবসায়ী ভিকি চৌধুরী পরিচয় দিয়ে মোবাইল ফোনে কথা বলে উত্যক্ত করত।
ওই শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে একমাস গোপনে তদন্ত করে নগরীর আফরীন প্লাজা থেকে কৌশলে রোববার রাত সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এসআই আজিজ জানান।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃত যুবক ফেসবুকে ভুয়া একাউন্ট করে এ পর্যন্ত ১৬৪ জনের সাথে প্রতারণা করেছে।"
তিনি বলেন, "ওই যুবক মোবাইল টেলিফোনে কথা বলে আর কারো সাথে প্রতারণা করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।"
'সাইবার ক্রাইমের' অপরাধে পাঁচলাইশ থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৪৫০ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



