তারপর অনেক কিছু। সুমনের কাধে মাথা রেখে স্বপ্ন বোনা। ভালোলাগা, ভালোবাসা।
সুমন সব সময় নিশ্চিত ভবিষ্যত তৈরীতে ব্যস্ত ছিলো। লেখাপড়া শেষ না করতেই চাকরী নেয়া। পাশাপাশি লেখাপড়া চালানো। নিজের পরিবারের চিন্তা করা। এগুলো ধীরে ধীরে ইরীনের কাছ থেকে ওকে দূরে নিয়ে যাচ্ছিল। ইরীন চাইত সুমনের সাথে ঘুরতে। সঙ্গে নিয়ে ধানমন্ডী লেকে কিংবা পাশাপাশি বসে ফুচকা খেতে। সুমন সময় মেলাতে পারতো না। ইরীন ঘুরতে বের হবার কথা বললে রাজী হয়ে যেত সুমন কিন্তু ওইদিন কোন না কোন কাজ পড়ে যেতো। বের হওয়া নিয়ে বিভিন্ন অকারন আর ব্যাকারণ শোনাতো। বান্ধবীরা সবাই ঘুরে বেড়ায়, আড্ডা দেয়। ইরীন সুমনকে কাছে পায়না। এ অভিযোগ গুলো ধীরে ধীরে জমা হতে হতে পাহাড় হয়। সুমন বোঝাতে চেষ্টা করে ক্যারিয়ার গড়ার পেছনে তো ওদের জীবনের সুখ দু:খের গল্পও জড়িত।
ইরীন বোঝে না, ইরীন চায় শুধু সুমনকে।
সুমন ক্যারিয়ার নিয়ে ধীরে ধীরে ব্যস্ত হতে থাকে। আর ইরীন ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে। চলবে...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




