১. অতি প্রত্যুষে ঘুম হতে ওঠা।
২. গোসল করা, পরিস্কার-পরিচ্ছন্ন হওয়া, খুশবু লাগানো, মেসওয়াক করা ও উত্তম পোশাক পরিধান করা।
৩. সুগন্ধি, আতর ব্যবহার করা।
৪. ঈদুল ফিতরের দিন নামাযে বের হওয়ার আগে কিছু আহার করা সুন্নাত।
৫. ঈদের নামাযের আগে বা পরে কোন নফল নামায না পড়া।
৬. ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকায়ে ফিতর আদায় করে দেয়া।
৭. উচ্চস্বরে অধিক পরিমাণ তাকবীর বলা।
৮. ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া।
৯. যাতায়াতের পথ ভিন্ন হওয়া।
১০. ঈদের নামায মসজিদে না পড়ে খালি ময়দানে পড়া।
১১. ঈদের দিন একে অন্যের জন্য দোয়া করা।
সাহাবাগণ ঈদের দিন পরস্পরে সাক্ষাতের সময় বলতেন; “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” (আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমল কবুল করুন)
১২. আনন্দ প্রকাশ করা এবং হাস্যোজ্জ্বল থাকা।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




