এই ধারাবাহিকের প্রথম পর্বে আমি যে বাজেট দিয়েছিলাম তার আন্গিকে গত কয়েকটা পোষ্ট দেয়া হয়েছিল, এই পোষ্টে আমি উল্ল্যেখ করব পেনাং বীচ এবং ল্যন্কাওয়ী আইল্যান্ডের কিছু বিবরন, আর এই পোষ্ট অনুসরন করতে হলে আপনাকে বেশ কিছু টাকা বাজেট বাড়াতে হবে, বাজেট কত হবে তা পোষ্ট পড়েই আন্দাজ করুন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
পেনাং বীচ ঘুরতে যেতে আপনাকে প্রথমেই আন্তঃনগর বাস ধরে পেনাং এর উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে, পেনাং এর বাস পাবেন বুকিত জালিল বাস স্ট্যন্ড থেকে, সেক্ষেত্রে আপনি যদি কে.এল থাকেন তাহলে পুডুরায়া (পুরোনো বাস স্ট্যান্ড, এখন স্থানান্তরিত হয়ে বুকিত জালিল) থেকে রেপিড কে.এল এর স্পেশাল বাস আছে, ২.০০ রিংগিত ভাড়া দিয়ে চলে যান বুকিত জালিল বাস স্টেষন। সেখান থেকে পেনাং এর বাস টিকেট কেটে নিন, ভাড়া ৩০.০০ -৩৫.০০ রিংগিত এর মত পড়বে, প্রায় ৪.০০-৪.৩০ ঘন্টায় পৌছে যাবেন পেনাং (এর মাঝে রাস্তায় ১ বার যাত্রা বিরতি পড়বে)। পেনাং আপনি নামবেন butterworth/ বাতুয়া স্টেষন। ট্রেনে করেও যেতে পারেন, সেক্ষেত্রে কে.এল.সেন্ট্রাল থেকে টিকেট কেটে বাতুয়া স্টেষন নামতে হবে, ট্রেনে তিন ক্লাসের টিকিট পাওয়া যায়, ইকোনমি=১৭ রিংগিত, ২য় ক্লাস( একটুখানি রিলাক্সেবল সিট)=৩০ রিংগিত, ঘুমিয়ে যাবার সিট (দোতলা খাট)= উপরে-৩৮ রিংগিত, নীচে-৪৩ রিংগিত। সকাল এবং রাতে দুটো ট্রেনই আছে। বাতুয়া পৌছে পাশেই পাবেন জেটি, সেখানে ফেরীতে করে নদী পার হতে হবে
পেনাং বীচ ছাড়াও আছে কেবল কার এবং জর্জটাউনে বেশ কিছু দর্শনীয় স্থান। সময় হলে ওগুলো ঘুরে দেখতে পারেন।
ল্যন্কাওয়ী ঘুরতে যেতে হলে আপনাকে যেতে হবে মোটামুটি একিভাবে। সেক্ষেত্রে বুকিত জালিল থেকে বাসে করে যেতে হবে কুয়ালা কেডাহ নামক স্থানে টিকিটের দাম পড়বে ৪৫.০০-৫০.০০ রিংগিত। সময় লাগবে ৬ ঘন্টার মত, এছাড়াও আপনি ট্রেনে করে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পেনাংএর ভাড়া থেকে ১০.০০-১৫.০০ রিংগিত বেশী হবে (সিট ভেদে)। ট্রেন আপনাকে পৌছে দিবে আলোস্তা নামক স্টেষনে, সেখান থেকে লোকাল বাসে করে আপনাকে যেতে হবে কুয়ালা কেডাহ জেটি তে, সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ট জটিতে রয়েছে ফেরী এবং বোট, ফেরীতে করে আপনি চলে যাবেন ল্যন্কাওয়ী এর কুয়াহ নামক মেইন ফেরী টার্মিনালে। সময় লাগবে ১.৪০-১.৫০ ঘন্টা। আর ফেরীর ভাড়া পড়বে ১৫.০০ রিংগিত। ল্যন্কাওয়ী ফেরী টার্মিনাল থেকে আপনি ট্যক্সি বা মোটরসাইকেলে করে চলে যাবেন কুয়াহ মেইন টাউনে, যেখানে আছে হোটেল, রিসোর্ট ইত্যাদি। ল্যন্কাওয়ীতে আপনি কোন বাস সার্ভিস আশা করবেন না, দিনে দু-একবার বাসের দেখা মেলে, আপনাকে নির্ভর করতে হবে ট্যক্সি বা মোটরসাইকেল এর উপর। এখানে ট্যাক্সি মিটারে নয় বরং ফিক্স রেটে চলে, প্রতিটি স্থানের জন্য নির্ধারিত ভাড়া ঠিক করা রয়েছে, এছাড়াও মোটরসাইকেল ঘন্টায় ৪০-৪৫ রিংগিতে আপনাকে ঘুরিয়ে দেখাবে। বউ-বাচ্ছা থাকলে আমার মতে গাড়ী ভাড়া নিয়ে নেওয়া ভাল, কারন এখানে আপনি ভাড়ায় গাড়ী পাবেন, মারূতি, হোন্ডা, টয়োটা, মার্সিডিজ হরেক রকমের গাড়ী পাবেন ৫০-১৭০ রিংগিতে, ল্যন্কাওয়ী ডিউটি ফ্রী যায়গা, সেখানে আপনি যেকোন কিছুই কিনতে পারেন কম মুল্যে, সেখানে খাবার-দাবার মোটামুটি কে.এল এর চাইতে একটু বেশী দাম পড়বে (প্রতিবেলা দুপুর বা রাতের স্বাভাবিক খাবার ৬-১০ রিংগিত), থাকার জন্য সেখানে হোটেলের ভাড়া একটু বেশী, ২০০.০০-৪০০.০০ রিংগিতে পাবেন উন্নতমানের হোটেল, আছে কিছু মোটেল আর কটেজ, ভাড়া ৭০-১০০ রিংগিতে পড়বে। এছাড়াও বিভিন্ন মুল্যের রিসোর্ট রয়েছে, তবে ফেমিলী নিয়ে গেলে সেখানে এপার্টমেন্ট বা কনডো ভাড়া পাওয়া যায়, ২ বা ৩ দিনের জন্য ভাড়া নিয়ে নিতে পারেন আপনি। সেক্ষত্রে ভাড়া পড়বে প্রতিদিন ১০০-১৮০ রিংগিত। ঘুরতে যেতে পারেন ওরিয়েন্টাল ভিলেজে
এছাড়ও ল্যান্কাওয়ীতে গুহা, ঝরনা সহ আপনি পাবেন হাজার-হাজার দর্শনীয় স্থান, যা দেখতে দেখতেই ক্লান্ত হয়ে পড়বেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


