১৯২৯ সালে নিউইয়র্ক স্টকমার্কেট এবং ১৯৮৭ সালে মুম্বাই স্টকমার্কেটের পতনের পর বিশ্ব শেয়ারাজারে আতংক ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে নিউইয়র্ক স্টকমার্কেটের পতনের পর ১৯৩০ সালে বিশ্বজড়ে দেখা দেয় অর্থনৈতিক মহামন্দা , পরবর্তীতে তার ধকল সামলাতে সময় লাগে বহুকাল। আর সবচেয়ে মজার ব্যাপার হল, বিশ্বে এ পর্যন্ত যত বড় বড় শেয়ার কেলেংকারি হয়েছে ,হিসেব করলে দেখা যাবে দিনগুলো ছিল হয় সোমবার আর না হয় বৃহস্পতিবার। এজন্য বাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদরা মজা করে বলেন Black Monday & Black Thursday .এসব শেয়ার কেলেংকারির পর অনেকেই মুথ ফিরিয়ে নিয়েছিল শেয়ারবাজার থেকে । ফলে স্ট্রাকচারাল বিনিয়োগের পরিমাণ বহুগুণ বেড়ে যায় , অর্থ চলে যায় শিল্প বিনিয়োগে। কিন্তু মন্দা কাটতে না কাটতেই ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। Non-efficient বিনিয়োগকারীরা তীব্রগতিতে শেয়ারবাজার ছাড়তে শুরু করে এবং Semi-efficient ও Efficient বিনিয়োগকারীরা ঢুঁকতে থাকেন পুঁজিবাজারে । লেনদেনে চালু হয় নতুন নতুন সব প্রযুক্তি এবং ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। একটা সময় ছিল যখন শিল্প প্রতিষ্ঠানসমূহ মূলধন সংগহের জন্য শেয়ারবাজারের শরণাপন্ন হত.......আর এটাই হচ্ছে শেয়ারবাজার সৃষ্টির মূল কনসেপ্ট। অথচ সাম্প্রতীক কালে আমাদের শেয়ারবাজারে ঘটছে ঠিক তার উল্টোটা। যারা একসময় শেয়ারবাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করে শিল্পখাতে (Production sector) বিনিয়োগ করতেন তারা আজ উল্টোটা করছেন। শিল্পখাতের টাকা বিনিয়োগ করা হচ্ছে পঁজিবাজারে আর তারই ধারাবাহিকতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারের দাম।যে কারনে শিল্পখাতের টাকা শেয়ারবাজারে.....
১. দেশীয় শিল্পখাতে অব্যাহত বিপর্যয়
২.কৃষিনির্ভর শিল্পসমূহের কাঁচামাল দুষ্প্রাপ্যতা এবং কৃষকের production cost বেড়ে যাওয়া
৩.পোশাকশিল্পে অব্যাহত শ্রমিক অসন্তোষ
৪.বাণিজ্য বিষয়ক নীতিমালার অপপ্রয়োগ
৫.ক্রমাগত দুর্নীতি ও long order & delivery time
৬. রাজনৈতিক অস্হিতিশীলতা সহ আরো অনেক কারণ.......
এ সমস্ত কারণে শেয়ারবাজার হয়ে উঠছে শিল্পপতিসহ সবশ্রেনীর মানুষের বিনিয়োগের প্রধানতম খাত। বিনিয়োগকারীর পরিবর্তে শেয়ারবাজারে বেড়ে চলছে ট্রেডারদের সংখ্যা। এখানে বলে রাখা দরকার ,যারা long-term এর জন্য ইনভেস্ট করে ডিভিডেন্ড পেতে চায় তাদেরকে বলা হয় বিনিয়োগকারী আর যারা short-term ইনভেস্ট করে capital gain করতে চায় , যাদের মধ্যে দু-এক মাস ও শেয়ার ধরে রাখার প্রবণতা কাজ করেনা তারা হলেন ট্রেডার। আমাদের বাজারে সে সংখ্যাটাই বেশি। এসব কারণে শেয়ার মার্কেট হয়ে উঠছে আরো অনেক ঝুঁকিপূর্ণ ।একটার পর একটা রেগুলেশন জারি করেও লাগাম টেনে ধরতে পারছেনা SEC...সুতরাং আমাদের হতে হবে আরো অনেক বেশি সচেতন।
আজ এ পর্যন্ত ই , জানুয়ারিতে এ ব্লগে শেয়ারবাজারের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে( "শেয়ারবাজার:উহ্থান-পতনের স্বপ্নসিঁড়ি" নামে) একটি ধারাবাহিক মৌলিক, গবেষণামূলক ও অনুসন্ধানী লেখা উপহার দেওয়ার অঙ্গীকার করে বিদায় নিচ্ছি । সবাই ভাল থাকবেন। আল্লাহ্ হাফেজ
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




