৭২ থেকে ৭৫ এর ইতিহাস -ধর্ষণের ইতিহাস,লুটপাটের ইতিহাস , মুজিববাহিনীর বর্বরতার ইতিহাস। স্বাধীনতার দোহাই দিয়ে মুজিবসেনারা হত্যা করেছিল হাজার হাজার জাসদ নেতাকর্মীকে, পুড়িয়ে দেওয়া হয়েছিল জাসদের কেন্দ্রীয় অফিস। জাসদের মহানায়ক, মুক্তিযোদ্ধা সিরাজ শিকদার গুপ্তহত্যার শিকার হওয়ার পর সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু উঁচুগলায় বলেছিলেন"সিরাজ শিকদার আজকে কোথায়?"
জাসদের পথভ্রষ্ট নেতাকর্মীরা সে ইতিহাস ভুলে গেলেও বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি,তারা বাকশাল কায়েমীদের সাথে একাকার হয়ে খোশ-গল্পে মেতে থাকলেও জাতি কিন্তু ঠিকই সে বর্বর ইতিহাসকে আমলে রেখেছে। আজকে লুটপাটের বিরোধিতা করলে ,টেন্ডারবাজির বিরোধিতা করলে ৭১ এর মুক্তিযোদ্ধা ও হয়ে যান রাজাকার আলবদর! শুধু কথায় কথায় ৭১ কে যারা টেনে আনেন,যারা স্বাধীনতাযুদ্ধকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেন, তাদের উত্তরসূরীরা যখন ধর্ষণের রেকর্ড গড়ে,ইডেন কলেজের মেয়েদের নিয়ে ফূঁর্তি-আমোদ করে , আমাদের মা-বোনদের রাস্তাঘাটে ইভটিজিং করে তখন প্রগতিবাদী নামের দুর্গতিবাদীরা কোথায় থাকে???সুশীল সমাজ নামের তোষামোদকারীরা কোন আঁচলের তলে মুখ লুকায়???
আজকে নিজামী,মুজাহিদ ,সাকা চৌধুরীকে রাজাকার বলে গালি দিচ্ছেন অথচ স্বার্থের প্রয়োজনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কারা তাদের সাথে একটেবিলে বৈঠক করেছিল, কারা ফটোসেশন করেছিল -জাতি সেটা জানতে চায়।আওয়ামীদের চোখে আজ তারা রাজাকার হলে তখন ও নিশ্চয় তারা রাজাকার ছিলেন । তখন কেন হাসিনা ওয়াজেদ গলা ফাটিয়ে বলতে পারলেন না "তোমরা রাজাকার ,তোমরা আলবদর"। আজকে সাকা চৌধুরী আপনাদের গোমর ফাঁস করছে বলে অগ্নি সংযোগের মামলায় তাকে করলেন গ্রেফতার, ৬ বারের নির্বাচিত এ এমপিকে নির্যাতন করে তার হাত-পায়ের নখ আপনারা তুলে নিলেন। কী ভেবেছেন ? জসীম উদ্দীন মানিকের মত ধর্ষকদের নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন?সাকা যদি রাজাকার হয়ে থাকে তাহলে রাঙ্গুনিয়াবাসী কেন এই রাজাকারকে বারবার তাদের প্রতিনিধি করে সংসদে পাঠাচ্ছে ? নাকি ওরাও রাজাকার? একটা ইস্যুকে পুঁজি করে আপনারা প্লিজ মানুষকে নিয়ে আর কোন খেলা খেলবেননা, এ জাতি কাউকে ক্ষমা করবেনা । প্রয়োজনে তারা " ৭২ এর স্বৈরাচার ও বাকশাল নির্মূল কমিটি" গঠন করে এ অন্যায়-অত্যাচারের দাঁতভাঙ্গা জবাব দেবে......................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




