!_____পোস্টটা বারবার প্রথম পাতা থেকে চলে যাচ্ছে কেনো?____!
প্রজন্ম৮৬ বলেছেন: যারা বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামোফোবিক এ্যাক্টিভিটি'র চর্চা করে দেশী ধর্মান্ধদের লাইমলাইটে নিয়ে এসেছে তাদের বিচার প্রতিটা মানুষের কাম্য।
আজকে কোথাকার কোন হেফাজত ইসলাম দেশে ফ্যাক্টর হয়ে উঠে!
কেন? কারন এসব আল্লামা শয়তানেরা দেশের সাইকো নাস্তিকদের দীর্ঘদিন ধরে সংগঠিত করে প্রকাশ্যে লিখিত ঘোষনা দিয়ে 'যুদ্ধ' চালিয়েছে। ম্যানহোলের ঢাকনার নিচে যেসব ময়লা আবর্জনা থাকতো সেগুলো খোলা মাঠে তুলে এনেছে।
হ্যা, যুদ্ধই বলতো ওরা ওদের ব্লগিং'কে।
আজকে এসব ফান্ডামেন্টালিস্ট এ্যাথিস্টদের বিচার না হলে ওদের কাউন্টার পার্ট মানে রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্টরা নিশ্চিতভাবেই আরো বেশি করে মাথা চাড়া দিবে।
দেশ ও দশের ভাল'র জন্য এদের আরো বহু আগেই থামানো প্রয়োজন ছিল।
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: প্রজন্ম৮৬ বলেছেন: এরা ব্লগার নামে কলংক, ব্লগার নাম দিয়ে এসব অপরাধীদের বাঁচানোর যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্লগার হিসেবেই দাড়াতে হবে।
যোগী বলেছেন: আসিফ মহিউদ্দিন কে বিচারের আওতায় আনা উচিৎ
ইস্কুল ছাত্র বলেছেন: আই ওয়াশ এন্ড হেফাজতের ভোট পাওয়ার চেষ্টা
তোমোদাচি বলেছেন: তাইলে নাকে তেল দিয়ে ঘুমান !
এই কুলাঙ্গার গুলোকে আগেই সামলানোর দরকার ছিল, এদের জন্য ব্লগের বদনাম হয়েছে।
যদিও চাপে পড়ে করছে তারপরও সরকার কে সাধুবাদ!
ল্যাটার ইজ বেটার দ্যান নেভার !
সুবর্ণা রহমান বলেছেন: ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না
তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।
বিডিওয়েভ বলেছেন: আসিফ যে ধরণের লেখা লিখতো, সেটা অবশ্যই ঘৃণ্য।
বিডি আমিনুর বলেছেন: ধর্ম রক্ষার চেয়ে এখন গুরুত্বপূর্ণ ভোট রক্ষা তাই তো আওমিলিগের নতুন নাটক শুরু হইছে।
শাপতাহিন বলেছেন: সরকার হেফাজতে ইসলামের লং মার্চ নিয়ে ভিতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
ফ্রিঞ্জ বলেছেন: ধরলেও ৬ তারিখের পর ছাইড়া দিবো।
যা করতেসে হেপাজত রে ঠান্ডা করার লাইগা।
আশিকুর রহমান অমিত বলেছেন: আমার কথা যখন এরা ধর্ম বিদ্বেষ ছড়িয়েছে ( যতদূর জানি যে তিনজনের একজন এই কাজটা করত) তখন ব্লগ মডারেটররা চুপ থেকেছে, সুশীল রা হাত তালি দিছে। আপনাদের মত কয়েকজন বিরোধীটাক অরেছেন কিন্তু এডমিন রা কোন পদক্ষেপ নেয় নি। আজ শুধু মাত্র এই সরকার নিজ সুবিধাই এদের গ্রেফতার করল।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




