বাংলা ভাষায় নাস্তিকবান্ধব প্রথম সারির প্রায় সবগুলো ব্লগেই তার রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্ট থাকলেও আমারব্লগ ও নবযুগ ব্লগে নিতাই ভট্টাচার্য ওরফে ‘দাড়িপাল্লা’ ‘ধমাধম’ ও ‘আরিফুর রহমান’ ছদ্ম নামে সবচেয়ে বেশি সক্রিয়। গত ২১ সেপ্টেম্বর ২০১২ ঈসায়ী তারিখে রাত ১১:১০ মিনিটে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক-এ চরম ধৃষ্টতা দেখিয়ে ১৫টি ব্যঙ্গ কার্টুন সংযুক্ত করে উগ্র সাম্প্রদায়িক একটি লেখা সামহোয়্যারইন ব্লগে পোস্ট করে। সাথে সাথে উক্ত পোস্টের বিরুদ্ধে হাজার হাজার সাধারণ ব্লগারদের তীব্র নিন্দা ও প্রতিবাদে বাংলা ব্লগস্ফেয়ার ফেটে পড়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে উল্টো উক্ত ন্যক্কারজনক ধৃষ্টতাপূর্ণ পোস্টের প্রতিবাদী হওয়া শত শত সাধারণ ব্লগারের নিক ব্যান্ড করে দেয় সামু কর্তৃপক্ষ। যার ফলে এ ঘটনায় সামুর জড়িত থাকার বিষয়টি পরিষ্কার হয়ে যায়। কিন্তু অব্যাহত প্রতিবাদের কারণে শেষ পর্যন্ত সামু কর্তৃপক্ষ পরদিন সকালে তার পোস্ট মুছে তাকে ব্যান্ড করতে বাধ্য হয়। তবে তার ছদ্মনাম ‘আরিফুর রহমান’, ‘ওঙ্কার’, ‘ঘনাদা’ ও ‘দাড়িপাল্লা’ নিকে সামহোয়্যারইন ব্লগে অন্যদের পোস্টে তার দেড়-দুই বছর আগের কমেন্টগুলো এখনো রয়েছে, যা এদেশের মুসলিম হৃদয়ে রক্তপাত ঘটায়। বর্তমানে সামহোয়্যারইন ব্লগে সে ‘ধমাধম’ (http://www.somewhereinblog.net/blog/dhomadhom) নিক খুলে সক্রিয় ব্লগিং চালিয়ে যাচ্ছে।
এছাড়াও সে বর্তমানে আমারব্লগের পরিচালক এডমিন সুশান্ত দাশগুপ্ত, নিঝুম মজুমদারদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার ছদ্মবেশে ইসলামবিদ্বেষী ব্লগারদের পরিচালনা করে যাচ্ছে। চরম ইসলামবিদ্বেষী এবং অত্যন্ত কুরুচিপূর্ণ অশালীন ভাষায় কটূক্তি করা সর্বাপেক্ষা সমালোচিত ব্লগ সাইট “ধর্মকারীর” ও “ধর্মলিকস”-এর অন্যতম পোস্টদাতা এই কুখ্যাত নাস্তিক নিতাই ভট্টাচার্য ওরফে ‘দাড়িপাল্লা ধমাধম’ এবং ‘আরিফুর রহমান’।
ফেসবুকে সে ‘দাড়িপাল্লা’ ‘ধমাধম’ (http://www.facebook.com/daripalla.dhomadhom.9) এবং ‘আরিফুর রহমান’ (http://www.facebook.com/ArifUK) এই দুটো অ্যাকাউন্টেই সক্রিয়।
সে তার নিজের পরিচয় ঢাকতে নিরীহ ব্রিটেন প্রবাসী জাফর ইমামের ছবিকে নিজের ছবি হিসেবে প্রচার করেছিল। যার ফলে তার কর্মকা-ের বিবরণ তুলে ধরে আমারদেশ যে প্রতিবেদন ছাপিয়েছিল সেখানে সেই জাফর ইমামের ছবি প্রতারক ব্লগার আরিফুর রহমান ওরফে নিতাই ভট্টচার্যের ছবি হিসেবে ছাপায়, আর এ কারণে ব্রিটিশ গোয়েন্দাদের নজরদারিতে বিপদগ্রস্ত হয় নিরীহ জাফর ইমাম। (http://tinyurl.com/anzx68q) তার আসল ছবি পাওয়া যাবে সুশান্ত দাশগুপ্তের ফেসবুক অ্যাকাউন্টে। সেখানে লন্ডনপ্রবাসী সুশান্ত তার মেয়ের জন্মদিনে নিতাই ভট্টাচার্য ওরফে ‘দাড়িপাল্লা ধমাধম’কে দাওয়াত করেছিলো। তার ফেসবুক অ্যাকাউন্টে ‘আরিফুর রহমান’ ট্যাগ করা একাধিক ছবি রয়েছে, যা জাফর ইমামের সাথে মিলে না
________________________________
হিফাজতে ইসলাম নামধারী ‘হিফাজতে কুফরী’ দলটি দাবি করেছে, লংমার্চ নাকি হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শ। (নাউযুবিল্লাহ)
মূলতঃ কওমী-খারেজী তথা দেওবন্দী গোষ্ঠী নিজেরা নাস্তিক্যবাদী লংমার্চ করে কুফরী করেছে। কিন্তু লংমার্চের বৈধতা নিয়ে আলেম ওলামার চ্যালেঞ্জের ফতওয়া যখন দেয়া হলো তখন তারা তাদের কুফরীর দায় হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে চাপাতে চেষ্টা করল, যা উনার মুবারক শানে মিথ্যা তোহমত ও অপবাদ দেয়ার নামান্তর। (নাউযুবিল্লাহ মিন জালি)
বুখারী শরীফের মধ্যে রয়েছে, “যে ব্যক্তি হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারকে স্বেচ্ছায় মিথ্যাচার করল, সে যেন দুনিয়ায় থাকতে তার অবস্থান জাহান্নামে নির্ধারণ করে নিল।” (নাউযুবিল্লাহ)
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




