মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস। ২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাবির ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে এই দিবসটি পালন করা হচ্ছে।
উলেখ্য, প্রতিবছর ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হয়। এ বছর পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকায় ২৮ আগস্ট ‘কালো দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে নানা কর্মসূচী নেয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কালো ব্যাজ ধারণ। সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যš— বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ স্থগিত রাখা এবং সকাল ১১ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা।
এসব কর্মসূচীতে অংশ গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




