ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১২-১৩ শিক্ষবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিযোগী ৩৭ জন। সর্বমোট ৬ হাজার ৩৩৯ আসনের বিপরীতে এবছর আবেদন করেছে ২লাখ ৩৩ হাজার ১১৪ জন।
শনিবার দিবাগত রাত ১২ টায় অনলাইন ভর্তি আবেদনের আনুষ্ঠানিক সমাপ্তি শেষে এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক। প্রশাসনিক ভবনের ২য় তলায় ২১৪ নং কক্ষে এ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় সাংবাদিক সম্মেলনে উপাচার্য জানান, গত কয়েক বছরের তুলনায় এবছর রেকর্ডসংখক শিক্ষর্থী ভর্তির জন্য আবেদন করেছে। অনলাইনে আবেদন কার্যক্রমের কারণে ছাত্র-ছাত্রীদের আবেদনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, এবছর বিজ্ঞান অনুষদের অধীনে ক ইউনিটে ১ হাজার ৫ শত ৯৩ সিটের বিপরীতে আবেদন করেছে ৬৫ হজার ৫ শত ২৩ জন। মানবিক শাখায় খ ইউনিটে ২ হাজার ২ শত ৯০ সিটের বিপরীতে প্রতিযোগী ৪০ হাজার ৮৫৭ জন।
ব্যবসায় অনুষদ গ ইউনিটে ১ হাজার ৭৫ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬১৫ জন। বিভাগ পরিবর্তন তথা সামাজিক বিজ্ঞান অনুষদ ঘ ইউনিটে ১ হাজার ২৬২ আমনের বিপরীতে ৭৮ হাজার ৩২০ হন।
এবং চার“কলা অনুষদের অধীনে চ ইউনিটে ১ শত ১৯ সিটের বিপরীতে ৪ হাজার ১২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষয় পাশের সংখ্যা বাড়লেও আপাতত ঢাবিতে আসন বাড়ছে না।
ভর্তি পরীক্ষর তারিখ: ক-ইউনিট : ১২ অক্টোবর ২০১২; খ-ইউনিট:১৯ অক্টোবর ২০১২; গ-ইউনিট : ২৩ নভেম্বর ২০১২; ঘ-ইউনিট: ৯ নভেম্বর ২০১২; চ-ইউনিট : ১৬ নভেম্বর ২০১২।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




