কাল দুপুরে একটা প্রজাপতি আচমকা
আমার হাতে এসে বসলো।
আমি জানালার পর্দা তুলে দেখলাম
পুরাতন এক প্রাচীরের উপর বসে আছে
দুইটা শালিক । দেখে বলতে ইচ্ছা হলো
কি কথা কও তাহার সনে।
আমি বারন্দায় এলাম একটা মিষ্টি হাওয়া
আমার বুকের উপর দিয়ে বয়ে গেল্
আমি উন্মুখ হলাম, উন্মত্ত হলাম
দেখতে পেলাম দুটো মর্নিং গ্লোরি
একটু যেন কেঁপে উঠলো, শিহরিত হলো।
কি কথা বলে গেল প্রজাপতি?
তবে কি আবার ফাগুন এলো?
আমি কি রাখাল ছেলের বাঁশির সুর
শুনতে পেলাম, কৃষ্ণচূড়া কি আঁখিতে রাখবে আমায়
কোকিল কি তার কুহু কুহু তানে
তুলবে বাঁধন হারা লহরী আমার
মন তানপুরাতে
তবে কি আসবে সে যে আমাকে
কাঁদায়ে গেল ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




