বিশেষ দিনে বিশেষ কিছু উদ্ভাবনে গুগলের কোন জুরি নেই। আজকে আমেরিকান গিটারিস্ট, গীতিকার ও ইলেকট্রিক গীটারের অন্যতম পথিকৃৎ Les Paul এর ৯৬ তম জন্মদিন, তাই গুগল তার লোগোতেও নিয়ে এসেছে এই কিংবদন্তীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা। আপনারা অনেকেই গুগলের হোমপেজে গিয়ে এরই মধ্যে টুংটাং গীটার বাজিয়ে এসেছেন। আগামীকাল এই লোগো আর থাকবে না তবে যারা এই গীটারটি বাজিয়ে মজা পেয়েছেন তারা এটি ডাউনলোড করে নিজের পিসিতে রাখতে পারেন আর কাজের ফাকে টুংটাং আওয়াজ তুলতে পারেন
শুধু মাউস দিয়েই নয় লোগোটির নিচে কীবোর্ড আইকনে ক্লিক করে কীবোর্ড দিয়েও বাজাতে পারেন। তো আর দেরী কেন এই লিংক থেকে ডাইরেক্ট ডাউনলোড করুন আর বাজাতে থাকুন।
আর যাওয়ার আগে এই গুগল 'গীটার' দিয়ে বাজানো কিছু সুর শুনে যান
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১১ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




