আমেরিকান বিখ্যাত পাপেটার ( যে পাপেট শো করে তাকেই তো পাপেটার বলে , নাকি?? ) জিম হেনসন এর ৭৫ তম জন্মদিন উপলক্ষে গুগল আজকের এই লোগো ( তাদের ভাষায় ডুডল ) টির ডিজাইন করেছে। ছয়টি পাপেটের চরিত্রের মাধ্যমে এই মহান পাপেটার কে স্মরন করা হয়েছে।
গুগলের এই ক্রিয়েশন গুলো আসলেই মজার। কার্সরের নাড়াচাড়াতেই পাপেট গুলো নড়বে। তো আর কি, দেখতে থাকুন আজকের এই গুগল পাপেট ডুডল
আরেকটা কথা, 'এল' শেপ এর চরিত্রের নিচ থেকে উপড় পর্যন্ত কার্সর ২/৩ বার নাড়াচাড়া করে দেখুন মজা
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




