somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসা যাক নরেন্দ্র মোদির কথায়

২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমন উপলক্ষ্যে নিজের মত প্রকাশ করলাম।
এতে সমস্যা হয়েছে এই যে হেফাজত ভাবছে আমি লীগের লোক, মানে ভারতীয় দালাল। এবং লীগ ভাবছে আমি হেফাজতি, মানে পাকিস্তানী চামচা।
আরে **ল, আমি আন্ধা লীগও না, আমি কানা হেফাজতও না, আমি হচ্ছি ব্রাক্ষ্মণবাড়িয়া ট্রেনস্টেশন ভাংচুরের ফলে ভোগান্তিতে পড়েছিল যে সাতটি ট্রেনের যাত্রী ও তাঁদের পরিবার, আমি তাঁদের একজন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদকে রণক্ষেত্র বানানোর পরে সেখানে আটকে পড়েছিল যে সাধারণ মুসল্লি, আমি তাঁদের একজন। যে সাধারণ জনতার দোকান, গাড়ি, সম্পদ ভাংচুর হয়, ওদের একজন আমি। আমাদের দেশটাই দুনিয়ার একমাত্র দেশ, স্বাধীন হবার পঞ্চাশ বছর পরেও যেখানে কোটি কোটি ভারতীয় এবং পাকিস্তানী সমর্থক পাওয়া যায়, শালার একটা বাংলাদেশী খুঁজে পেতে হলে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্য লাগে।

যারা লাফালাফি করছে, তাদের উদ্দেশ্যে আবারও বলি, আমার দেশের পঞ্চাশ বছরের স্বাধীনতা উৎসবে এবং আমার দেশের রাষ্ট্রপিতার জন্ম শতবার্ষিকীতে "পাকিস্তান" গণনাতেই আসছে না। কাজেই "ইমরান খান আসলে আপনি প্রতিবাদ করতেন?" - জাতীয় উজবুকীয় প্রশ্নকর্তার মেন্টাল স্টেবিলিটি নিয়েই উল্টো প্রশ্ন করতে পারি। কোন সুস্থ মাথার মানুষ এইভাবে চিন্তা করতে পারে?

এখন আসা যাক নরেন্দ্র মোদির কথায়।
আমার অভিযোগ লোকটার সাম্প্রদায়িকতা নিয়ে, ভারতের "প্রধানমন্ত্রীত্ব" নিয়ে নয়। এই সময়ে যদি গান্ধী পরিবারের কেউ প্রধানমন্ত্রী থাকতো, অথবা তাঁদের দলের কেউ, আমার বিন্দুমাত্র আপত্তি থাকতো না। কেন? কারণ "ইন্দিরা গান্ধী।" যদিও অপারেশন ব্লু স্টারের জন্য নিজের দেশের একাংশের মানুষের কাছে তিনি ভিলেন, কিন্তু আমাদের স্বাধীনতার পেছনে সিংহভাগ কৃতিত্ব এই লৌহ মানবীর। একাত্তরের তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আমাদের শরণার্থীরা যখন দলে দলে তাঁর দেশে যাচ্ছিলেন, তিনি বর্ডার সিল করে দেননি। আমাদের শরণার্থীদের হাতে ভারতীয় নাগরিক খুন হবার পরেও না, আমাদের শরণার্থী কর্তৃক নানান সমস্যা (কলেরা মহামারী থেকে শুরু করে অনেক কিছুই) ভোগ করার পরেও না। শুধু তাই না, আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছেন তাঁর সেনাবাহিনী। এবং তিনি আমাদের জন্য ছুটে বেড়িয়েছেন ইউরোপ আমেরিকার একের পর এক দেশে। সব জায়গাতেই তিনি আমাদের জন্য সাহায্য "ভিক্ষা" করেছেন, লোকে তাঁকে টাকা পয়সা ধরিয়ে দিতে চেয়েছিল, তিনি বলেছিলেন, "ভারত তাঁর অতিথি আপ্যায়ন করতে পারবে। আমার চাই স্থায়ী সমাধান।"
স্থায়ী সমাধান মানে পাকিস্তানকে কঠিন করে ধমক দিতে হবে, প্রয়োজনে বল প্রয়োগ। কিন্তু কোন রাষ্ট্রের এই সাহস ছিল না, কারন পাকিস্তানের পক্ষে তখন বিশ্বের তিন শক্তিশালী দেশের দুইটা, আমেরিকা ও চায়না ছিল। আমেরিকার বিরুদ্ধে কেউ কোন শব্দ উচ্চারণ করবে না, এবং চীনারা ইন্ডিয়ার বর্ডার দিয়ে যখন তখন ঢুকে যাবার ক্ষমতা রাখতো। ভারতের পক্ষে সম্ভব ছিল না উত্তরাঞ্চলের বিস্তীর্ণ চীন-ভারত সীমানা পাহারা দেয়ার পাশাপাশি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াবার। কারন পূর্বে যুদ্ধে বাঁধলে, পশ্চিমের পাক-ভারত সীমান্তও রক্ষা করতে হবে, এবং এর মাঝে চরম মাথা ব্যথার কারন ছিল নক্সালবাদীদের সহিংস আন্দোলন। সেনাবাহিনীর একটি বড় অংশ ব্যস্ত ছিল এদের দমনেই। এরমাঝে ছিল "গুড ফর নাথিং ব্যাড ফর এভ্রিথিং" জাতিসংঘ। যারা পাকিস্তানের অভ্যন্তরীন ব্যাপারে নাক গলাতে অনিচ্ছুক, কিন্তু ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায়, তবে হারেরেরে করে তেড়ে আসবে।
এটাও বিবেচনায় নিতে হবে ভারতের সেনাবাহিনীর চেয়ে পাকিস্তানী সেনাবাহিনী শক্তিশালী ছিল। স্বাধীনতার পর থেকে ভারতের জাতীয় বাজেটের বিপুল অংশ বিভিন্নখাতে ব্যয় হয়েছে। এদিকে জন্মের পর থেকেই সিংহভাগ সময় মিলিটারি শাসকদের অধীনে থাকায় ওদের জাতীয় বাজেটের সিংহভাগ ব্যয় হয়েছে আর্মির বাজেটে।
এত কিছুর পরেও ভারত যদি পূর্ব পাকিস্তান আক্রমন করে, তবে কমসেকম যুদ্ধনীতি অনুযায়ী পাকিস্তান মিলিটারির চেয়ে কমসেকম তিনগুন বেশি সেনা নিয়ে আক্রমন করতে হবে। কারন পাকিস্তান যদি দুর্গ প্রতিরক্ষা কৌশল অবলম্বন করে (যা নিয়াজী করেছিলও) তাহলে এরচেয়ে কম সৈন্য নিয়ে ভূখন্ড জয় সম্ভব না। কাগজে কলমে পরীক্ষিত।

কাজেই ভারত চাইলেই যুদ্ধে জড়াতে পারতো না। উপায় ছিল না।

অবশেষে রাশিয়া যখন ভারতকে আশ্বাস দিল যে চীন যদি ভারত আক্রমন করে, তবে লাখে লাখে রাশিয়ান সৈন্য চিনে ঢুকে পড়বে, তখন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং প্রকাশ্যে যুদ্ধে অংশ নেয়। নিয়াজির দুর্গ প্রতিরক্ষা নীতি মুখ থুবড়ে পড়ে বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার কারনে। সেই সাথে ওদের মোরাল ভেঙে দেয় সাধারণ বাঙালি জনতাও। যাদের তখন হারাবার কিছু নেই। পাকিস্তানী সেনা জীবিত পাকড়াও করার সাথে সাথে ওদের কচুকাটা করা হচ্ছে। "বাংলাদেশ" তখন স্বীকৃত দেশ নয়, কাজেই জেনেভা কনভেনশনে সাইন করেনি, যুদ্ধাপরাধীদের ধরে ধরে কুচি কুচি করে কেটে মেরে ফেললেও কেউ কিছুই বলতে পারবে না। পাকিস্তান তাই তখন বুদ্ধিমানের মতন ভারতীয় সিপাহীদের কাছেই আত্মসমর্পণ করতে থাকে। ১০% ক্ষতি হলেও ওরা সাদা পতাকা উড়িয়ে দিতে থাকে। ওদের কোন ঠ্যাকা নেই "বাংলাদেশ" রক্ষা করার জন্য নিজেদের প্রাণ দিয়ে দেয়ার। ওদের ভয় তখন মুক্তিযোদ্ধা এবং সাধারণ বাঙালিদের, তাদের হাতে ওরা ধরা খেতে চায় না। দীর্ঘ নয় মাসের নৃশংসতার বদলা ওরা নৃশংসতার সাথেই নিচ্ছে তখন।

অবশেষে ১৬ই ডিসেম্বর আমরা শত্রুমুক্ত হই।

এই হচ্ছে অতি সংক্ষেপে ভারতের অবদান। বিস্তারিত লিখতে গেলে আস্ত বই লেখা সম্ভব। কিন্তু এখানে অবশ্যই বলে রাখি, যদি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী না হয়ে নরেন্দ্র মোদির দলের কেউ হতো, তাহলে আজকে আমরা এখনও পাকিস্তানের পায়ের নিচে পড়ে থাকতাম। এইটা ফ্যাক্ট। প্রমান চাইলে, মুসলমানদের গরু জবাইর অপরাধে মাথা কাটার কথা বাদই দিলাম, রোহিঙ্গাদের সাথে কি করেছে সেটাও বাদ থাকুক, ভারতীয় নাগরিকদেরই উল্টো নাগরিকত্ব কেড়ে নিয়ে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে তার দল। আসামের দাঙ্গা ভুলে গেলেন? খুব কি বেশিদিন আগের কথা? ওর নিজের দলের লোকেরাই কি বলে না যে শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশিদের বের করে দিবে। নাহলে বাংলাদেশ থেকে ভূখন্ড ওরা নিয়ে নিবে? এই মোদির সাথে ইন্দিরার তুলনা করাটা মূর্খতা পর্যায়ের পাপ। ভাইয়েরা, আন্ধা হন ভাল কথা, তাই বলে গর্ধব হবেন কেন?
যে একদা সাম্প্রদায়িক ইতর থাকে, সে সবসময়েই থাকে। ওর গুজরাটে "দাঙ্গাবাজির" পক্ষে একজন দলিল পেশ করলেন যেহেতু সবরামতি ট্রেনে আগুন দিয়ে ৫৯ জন হিন্দু মেরেছে মুসলিমরা, কাজেই ওদের দুই হাজার "নিরীহ" নারী শিশু হত্যা "জায়েজ।" এই ছাগলটাকে জিজ্ঞেস করলাম, তাহলে পুলিশ যে হেফাজতি কয়েকটাকে মেরে ফেলল, এখন কি তাহলে ওদের দ্বারা ওনার নিজের বাড়িতে আগুন দেয়াটা জায়েজ হয়ে যাবে? সাম্প্রদায়িকতা সবসময়েই খারাপ। যার বিরুদ্ধেই হোক, নিন্দা করতে শিখেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমার দেশে সাম্প্রদায়িকরাই অপর দলকে সাম্প্রদায়িক বলে। আর নিজের সম্প্রদায়ের সাম্প্রদায়িকতা নিয়ে নিন্দা করলে বলে অপর দলের দালাল! এ এক বিচিত্র দেশের আজিব নাগরিক আমরা! ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতায় নাই আমাদের! আমরা আগে দেখি কে হিন্দু, কে মুসলমান, কে ইন্ডিয়ান, কে পাকিস্তানী, কে আওয়ামীলীগ আর কে হেফাজত! তারপরে অ্যাকশন বিবেচনা! বাহ্!
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×